অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৩রা অক্টোবর ২০২৪ | ১৮ই আশ্বিন ১৪৩১


দৌলতখানে ভিজিএফের চাল বিতরণ


দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ২রা অক্টোবর ২০২৪ সন্ধ্যা ০৬:২৬

remove_red_eye

১৫৩

দৌলতখান প্রতিনিধি : ভোলার দৌলতখানে জেলেদের খাদ্য সহায়তা হিসেবে ভবানীপুর ইউনিয়নের জেলেদের মাঝে সরকারি মৎস্য ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। বুধবার সকাল ১১টায় ভবানীপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স এ চাল বিতরণ করা হয়।
 
এসময় ভবানীপুর ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন বলেন, তার ইউনিয়নে  বরাদ্দকৃত  জেলেদের মাঝে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। তবে জেলেদের দাবি সরকারি নিষেধাজ্ঞা চলাকালে সরকারি চালের পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্য দিলে তাদের জন্য ভালো হতো। 
 
এ সময় ভবানীপুর ইউনিয়ন চেয়ারম্যান আওলাদ হোসেন,  ইউনিয়ন সচিব, ট্যাগ অফিসার, বিএনপি নেতা গোলাম কিবরিয়া স্বপন, জসিম মাস্টার, ভবানীপুর স্বেচ্ছাসেবক দল নেতা সেলিম ফরাজী,  হাফিজুল্লাহ, সহ অনেকে উপস্থিত ছিলেন।