অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


তজুমদ্দিনে কলা চুরির প্রতিবাদ করায় দুই নারীকে পিটিয়ে আহত


তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ১৬ই মে ২০২০ রাত ০৮:১৬

remove_red_eye

৮১৭

তজুমদ্দিন প্রতিনিধি:: ভোলার তজুমদ্দিনের শম্ভুপুর ইউনিয়নের শিবপুর গ্রামে গাছের কলা ও পুকুরের মাছ চুরি করার প্রতিবাদ করায় দুই নারীকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। আহতরা তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।


অভিযোগ সুত্রে জানা গেছে, শিবপুর গ্রামের ১ নং ওয়ার্ডের হাবিব মুন্সি বাড়ীর আবুল কাশেমের পুকুরের মাছ, বাগানের সুপারী ও গাছের কলা প্রায় সময় চুরি হয়। একই বাড়ীর মোঃ ভুট্টু গংদের বসত ঘরের পাশের পুকুর ও বাগানে চুরি হওয়া নিয়ে প্রায় সময় উভয় পক্ষের ঝগড়া সৃস্টি হয়। শুক্রবার বিকালে আবুল কাশেমের গাছের কলা চুরির ঘটনা নিয়ে ভুট্টু গংদের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মোঃ ভুট্টুর ছেলে শরীফ, আরিফ স্ত্রী সালেহা ,ছয়ফুলের ছেলে জুয়েল , আরিফের স্ত্রী রুনা লাঠিসোটা নিয়ে হামলা চালিয়ে আবুল কাশেমের মেয়ে রিনা বেগম(৩০) ও মোঃ বাচ্ছুর স্ত্রী আমেনা (৪০) কে মারপিট করে রক্তাক্ত জমখম করে। পরে রাতে ওই দুই নারীকে হাসপাতালে ভর্তি করা হয়। ওসি তদন্ত এনায়েত হোসেন জানান, লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।