অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৮ই অক্টোবর ২০২৪ | ২৩শে আশ্বিন ১৪৩১


চরফ্যাশনে প্যানেল চেয়ারম্যানের অপসারণের দাবিতে ঝাড়ু মিছিল


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১লা অক্টোবর ২০২৪ সন্ধ্যা ০৬:২০

remove_red_eye

৯২

বাংলার কণ্ঠ ডেস্ক : ভোলার চরফ্যাশন উপজেলার জিন্নাগড় ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি আবু জাহের ফরাজীকে অপসারণের দাবিতে ঝাড়ু মিছিল ও মানববন্ধন করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী।
মঙ্গলবার (০১ অক্টোবর) সকাল ১০ টায় বিক্ষোভ ঝাডু মিছিলটি উপজেলার বি.আর.ডি.বি থেকে বের হয়ে চরফ্যাশন বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়। এসময় বিক্ষোভ মিছিলে নারী-পুরুষসহ ওই এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।
বিক্ষোভ ঝাড়ু মিছিল ও মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, স্বৈরাচার খুনি হাসিনার দোসর জিন্নাগড়ের শীর্ষ ভ‚মিদস্যু ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও আওয়ামি লীগের সভাপতি আবু জাহের ফরাজী ও তার পরিবারের লোকজন। যাদের অত্যাচারে শতশত বিএনপি পন্থী ও সাধারণ মানুষ অতিষ্ঠ। কুখ্যাত মাদক সম্রাট সুমন ফরাজী ওরফে (বাবা সুমন) এই জাহের ফরাজীর ছেলে। ইউপি সদস্য থাকা অবস্তায় তিনি সর্বদাই গরিব মেহনতী মানুষের অধিকার বঞ্চিত করে বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা দেয়ার ক্ষেত্রে স্বজনপ্রীতি করেছিলেন। উন্নয়নমূলক কাজে দূর্নীতি, ভ‚মিদস্যুতা এবং বিরোধী দলের নেতাকর্মীদের উপর দমন পীডন করে আসছেন।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা নওরীন হকের কাছে একটি স্মারক লিপি জমা দেন, তিনি বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।