অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


দৌলতখানে দূর্গাপূজা উদযাপন উপলক্ষে সভা


দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ৩০শে সেপ্টেম্বর ২০২৪ রাত ০৯:২৩

remove_red_eye

১৯৮

দৌলতখান সংবাদদাতা : ভোলার দৌলতখানে শারদীয় দূূর্গোৎসব উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রবিবার বিকালে উপজেলা সম্প্রসারণ ভবনের সভা কক্ষে নির্বাহী অফিসার নিয়তি রানি কৈরীর সভাপতিত্বে আয়োজনে অনুষ্ঠিত সভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন দৌলতখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জিল্লুর রহমান, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ফারুক হোসেন তালুকদার, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওঃ মো. আশরাফ উদ্দিন ফারুক, হেফাজতে ইসলামের উপজেলা সেক্রেটারী নূর হোসেন কাসেমী,  উপজেলা দূর্গোৎসব উদযাপন কমিটির সভাপতি দিলীপ কুমার মন্ডল প্রমূখ।
সভায় উপজেলা নির্বাহী অফিসার নিয়তি রানি কৈরী বলেন, পূজা উদযাপনে আইন শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনে মন্দির কমিটি নিজস্ব স্বেচ্ছাসেবক রাখতে হবে। সমাজে সম্প্রীতি বজায় রাখতে নামাজের সময় বাদ্যযন্ত্র বন্ধ রাখতে হবে। প্রত্যেক মন্দিরে নামাজের সময় সূচী রাখতে হবে। অনুষ্ঠানে বক্তারা আশা পোষণ করে বলেন, সম্প্রীতি বজায় রেখে শান্তির মধ্য দিয়ে দৌলতখান উপজেলায় দূর্গাপূজা উদযাপন হবে।