অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৩রা অক্টোবর ২০২৪ | ১৮ই আশ্বিন ১৪৩১


দৌলতখানে জাতীয় কন্যা শিশু দিবস পালিত


দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ৩০শে সেপ্টেম্বর ২০২৪ রাত ০৯:১৯

remove_red_eye

৫৩

দৌলতখান প্রতিনিধি : ‘কন্যা শিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ’ এ শ্লোগানে ভোলার দৌলতখানে  জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসন সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার (ভ‚মি) মুন্নি ইসলাম। এসময় তিনি  বলেন, দেশের সমৃদ্ধির জন্যে সকলের সমান অংশগ্রহণ প্রয়োজন। এক্ষেত্রে কন্যা শিশুদের যথাযথ ভ‚মিকায় আসীন করতে হবে। এ লক্ষ্যে প্রয়োজন কন্যা শিশুদের সুরক্ষা প্রদান করা, তাদের প্রতি সব রকমের সহিংসতা এবং নির্যাতন রোধ করা।
এসময় উপজেলা তথ্য সেবা অফিসার জাকিয়া ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তররের হিসাব রক্ষক  কাম ক্রেডিট সুপারভাইজার হুমায়ুন কবির সহ বিভিন্ন নারীরা উপস্থিত ছিলেন।