অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


চরফ্যাশনে সাবেক ছাত্রদলের সভাপতি রাজ্জাকের মৃত্যুবার্ষিকী পালিত


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ২৭শে সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:৫৪

remove_red_eye

৩২৩

ইসরাফিল নাঈম, শশীভূষণ : ভোলার চরফ্যাশনের ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক এর ১০ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবর জিয়ারত ও দোয়া মোনাজাত এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকালে উপজেলার বিএনপি'র নেতৃবৃন্দরা জিন্নাগড় ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে অবস্থিত তার পারিবারিক কবরস্থানে কবর জিয়ারত করেন । পরে সন্ধ্যায় উপজেলা বিএনপি'র কার্যালয়ে দোয়া মোনাজাত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা ছাত্রদলের আহŸায়ক আলি মুরতজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া।
উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জাহান সিকদার ও পৌর ছাত্রদলের আহŸায়ক সিকদার ইউসুফ হোসেন আবিদ-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি'র সাবেক ক্তক্ষসিনিয়র সহ-সভাপতি আ.ন.ম আমিরুল ইসলাম মিন্টিজ, উপজেলা যুবদল সভাপতি আশরাফুর রহমান দিপু ফরাজী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মীর শাহাদাত হোসেন ছায়েদ, সাবেক পৌর বিএনপির সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সোহেল ।
এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি'র দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম আসলামি, সাবেক ছাত্রদল সভাপতি রিয়াদ সিকদারসহ উপজেলা বিএনপি'র সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।
উল্লেখ্য, ২০১৫ সালের ২৫ সেপ্টেম্বর কোরবানির ঈদের দিন রাত সাড়ে ১১ টার উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নে ধারাল অস্ত্র দিয়ে নৃশংসভাবে পিটিয়ে এবং কুপিয়ে হত্যা করা হয় ছাত্রদলের সাবেক সভাপতি রাজ্জাকে। রাজ্জাক হত্যাকান্ডের মূল হোতা ছিলেন সাবেক শশীভ‚ষণ থানা যুবলীগের যুগ্ম আহŸায়ক লোকমান মাতাব্বর।