অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


পদোন্নতি পেয়ে অতিরিক্ত ডিআইজি হলেন দৌলতখানের ছালেহ উদ্দিন


দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ২৭শে সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:৪৭

remove_red_eye

২৩০

দৌলতখান সংবাদদাতা : অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদে (গ্রেড-৪) পদোন্নতি পেয়েছেন ভোলার দৌলতখানের কৃতি সন্তান মো. ছালেহ উদ্দিন। বিসিএস পুলিশ ক্যাডারের এপুলিশ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন সিনিয়র সহকারী সচিব হাবিবুল হাসান। মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার সিনিয়র সহকারী সচিব হাবিবুল হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে এ পদোন্নতি দেওয়া হয়।. ছালেহ উদ্দিন ভোলা জেলার দৌলতখান উপজেলার সৈয়দপুর ইউনিয়নের এক সম্ভ্রান্ত  মৃর্ধা পরিবারে জন্ম গ্রহন করেন।
বাংলাদেশ জাতীয় পুলিশ সপ্তাহের অনুষ্ঠানে একাধিকবার প্যারেড কমান্ডার হিসেবে সাফল্য, কৃতিত্ব ও দক্ষতার সাথে দ্বায়িত্ব পালন করেছেন । তিনি  অত্যন্ত বিনয়ী, মার্জিত, স্মার্ট ও চৌকস একজন পুলিশ  অফিসার। পুলিশের কাজের সাফল্যের স্বীকৃতি হিসেবে অতিরিক্ত ডিআইজি পদে তাকে পদোন্নতি দেয়া হয়। বর্তমানে উপপুলিশ কমিশনার (ডিসি ওয়ারী বিভাগ) ঢাকা মেট্রোপলিটন পুলিশে কর্মরত আছেন।
তাকে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি দেয়ায় ভোলাবাসী খুবই আনন্দিত ও গর্বিত। দৌলতখানের সামাজিক সাংস্কৃতিক ও বিভিন্ন পেশাজীবি সংগঠনের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানিয়েছে।