অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৩১শে অক্টোবর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


চরফ্যাশনে দিনমজুর পরিবারের উপর হামলা- মামলা


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ১৫ই মে ২০২০ রাত ১১:২৫

remove_red_eye

৬৬০

চরফ্যাশন প্রতিনিধি::  ভোলার চরফ্যাশনের পূর্ব ভাষানচর গ্রামের মৃত মকবুল আহাম্মদের ছলে মোঃ. মফিজুল ইসলাম এর বিরুদ্ধে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে নুর নবী নামের এক দিনমজুর পরিবার এর উপর হামলা ও  মামলা করার অভিযোগ পাওয়া গেছে।

দিনমজুর নূরনবী  অভিযোগ করেন- তিনি ও তার স্ত্রী ২০১৬ সালে পূর্ব ভাষানচর গ্রামে এক একর খাস জমি বন্দোবস্ত নিয়ে বসত ঘর তৈরি করে বসবাস করে আসছে। ওই জমি দাবি করে প্রতিবেশী মফিজুল ইসলাম শুক্রবার সকালে হামলা চালিয়েছে নুরনবীর বসতঘর কুপিয়ে ভাঙচুর করে। এই সময় নুর নবীর স্ত্রী ফজিলত (৩৫) ছেলে সুজন (২০), সুমন(১৮) কে পিটিয়ে গুরুতর আহত করে।

এ ঘটনায় নূরনবী শশীভূষণ থানায় অভিযোগ দাখিল করলেও থানাপুলিশ তার মামলাটি গ্রহণ করেননি । অপরদিকে  মফিজুল ইসলাাম বাদী হয়ে নূরনবীসহ তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছেন।

 এ বিষয়ে জানতে মফিজুল ইসলাম কে একাধিকবার ফোন করল তার ফোনটি বন্ধ থাকায় তার বক্তব্য  নেয়া যায়নি। শশীভূষণ থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম  কে  ফোন করলে তিনি  ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেয়া যায়নি।