অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৩১শে অক্টোবর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


ভোলায় হাঙ্গরের বাচ্চার শুঁটকি ও ২১ ব্যারেল তেল জব্দ


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ১৪ই মে ২০২০ রাত ০৯:৪৫

remove_red_eye

৯৮৮

চরফ্যাশন প্রতিনিধি:: ভোলার চরফ্যাশন উপজেলার আহাম্মদপুর ইউনিয়নের মায়া ব্রিজ এলাকায় হাঙ্গরের হাঙ্গরের বাচ্চার শুঁটকি ও হাঙ্গরের তেল জব্দ করেছে উপজেলার বন ও মৎস বিভাগ। গোপন সংবাদের ভিত্তিতে হাঙ্গরের বাচ্চার শুঁটকি ও হাঙ্গরের তেল প্রক্রিয়াজাতকরণের বিষয়টি স্থানিয় সংবাদকর্মিদের নজরে আসে। এসময় সংবাদকর্মিরা বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে জানালে বিকেল ৪টায় বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা ও মৎস কর্মকর্তা ওই এলাকায় অভিযান চালায়।এসময় প্রায় ১০ হাজার হাঙ্গরের বাচ্চার শুঁটকি ও ২১ ব্যারেল হাঙ্গরের তেল জব্দ করা হয়। অভিযান পরিচালনার বিষয়টি টের পেয়ে এর সাথে জরিতরা তাৎক্ষনিক পালিয়ে যায়। বৃহস্পতিবার বিকেলে সরেজমিন ঘুরে জানা যায়, স্থানিয় প্রভাবশালিদের ছত্রছায়ায় আনোয়ার হোসেন,ইয়াসিন ও আলমগীরসহ সংঘবদ্ধ কয়েকটি চক্র মিলে দির্ঘ ৫বছর যাবত হাঙ্গরের শুঁটকিসহ হাঙ্গর শিকার ও এর তেল প্রক্রিয়াজাত করছে এই এলাকায়। পরে ঢাকা চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে এ শুটকি ও তেল পাচার করা হয়। উপজেলা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো.আলাউদ্দিন হোসেন সাংবাদিকদের এর সত্যতা নিশ্চিত করে বলেন, মৎস পরিবেশ ও বন আইনে হাঙ্গর শিকার ও শুটকি প্রক্রিয়াজাতকরণ এবং এর তেল সংরক্ষণ দণ্ডনিও অপরাধ। এর সাথে জরিতদের বিরুদ্ধে নিয়মিত আইনে মামলার প্রস্তুতি চলছে।