অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৩রা অক্টোবর ২০২৪ | ১৮ই আশ্বিন ১৪৩১


চরফ্যাশনে মেঘনা নদীর তীর থেকে তরুনীর মরদেহ উদ্ধার


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ২৬শে সেপ্টেম্বর ২০২৪ বিকাল ০৫:২৯

remove_red_eye

২৪

ইসরাফিল নাঈম, শশীভূষণ :  ভোলার চরফ্যাশনে বেতুয়া প্রশান্তি পার্ক সংলগ্ন মেঘনা নদীর তীর থেকে জোসনা বেগম (১৭) বছরের এক তরুনীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার আসলামপুর ইউনিয়নের বেতুয়া প্রশান্তি পার্ক সংলগ্ন মেঘনার তীর রক্ষা বাধের জিও ব্যাগের সাথে থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে মরদেহটি উদ্ধার করে তাৎক্ষণিক নাম পরিচয় সনাক্ত করতে পারেনি চরফ্যাশন থানা পুলিশ। এবিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ছবি পোস্ট করলে সন্ধ্যায় ৬ টায় সনাক্ত হয় নিহত জোসনা বেগমের পরিচয়।

জানা যায়, নিহত জোসনা বেগম উপজেলার এওয়াজপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বেলায়েত চৌকিদারের মোড় এলাকার কৃষক জাহাঙ্গীর হোসেনের মেয়ে।
নিহত তরুনীর মা কুলসুম বেগম বেগম জানান, তার অগোচরে মেয়ে জোসনা মানিক নামের এক ছেলের সাথে মোবাইল ফোনে কথা বলতো। মোবাইল ফোনের পরিচয়ে সুত্রধরে গত ৪ তিন আগে প্রেমিক মানিকের হাত ধরে বাড়ি ছাড়েন মেয়ে জোসনা বেগম। ঢাকায় গিয়ে তাকে ফোন করে জানান সে প্রেমিক মানিকের সাথেই ঢাকায় আছেন। গত কয়েকদিন মেয়ের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন থাকার পর গত মঙ্গলবার বিকালে মেয়ে তাকে ফোনে জানান মানিককে নিয়ে সে দেশে ফিরছেন। তার দুই হাজার টাকার প্রয়োজন। বিকালে তার মা তাকে বিকাশে দুই হাজার টাকা পাঠান।
তিনি আরোও জানান, সকালে গড়িয়ে দুপুর হলেও আর মেয়ে সাথে কোন যোগাযোগ হয়নি। সারাদিন মেয়ের জন্য অপেক্ষা করেন তারা। বুধবার সন্ধ্যায়স স্থানীয় যুবকদের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া একটি ছবি দেখে তাদেরকে জানালে তারা চরফ্যাশন থানায় গিয়ে মেয়ের পরিচয় শনাক্ত করেন।
তবে নিহত জোসনা বেগম এর পরিবারের দাবী ঢাকা থেকে চরফ্যাশনে ফেরার পথে লঞ্চ থেকে নদীতে ফেলে তাকে হত্যা করেছেন প্রেমিক মানিক নামের এক যুবক। ওই যুবকের পরিচয় জানেন না তরুনীর পরিবারের কেউ।
চরফ্যাশন থানার উপ-পরিদর্শক সাইফুল ইসলাম জানান, স্থানীয়দের খবরের মেঘনা নদীর তীর থেকে অজ্ঞাত পরিচয়ের তরুনীর মরদেহ উদ্ধারের পর ভোলা মর্গে পাঠানো হয়েছে। পরে সন্ধ্যায় ওই তরুনীর পরিবার নিহত জেসনা বেগমের পরিচয় সনাক্ত করেন। পরিবারের দেয়া তথ্য মতে ওই যুবক মানিকের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।