অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


বোরহানউদ্দিনে বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়কারণসহ শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবী


বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২৪শে সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:২৯

remove_red_eye

৩৪৬

বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিনে মাধ্যমিক স্তরের বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ,শিক্ষা সংস্কার কমিশন গঠন ও জতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রসাশনের বিভিন্ন পদে স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় বোরহানউদ্দিন উপজেলা পরিষদ চত্বরে উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবারের ব্যানারে ওই কর্মসূচি পালিত হয়েছে।

মানববন্ধনে বক্তৃতা করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার(ভারপ্রাপ্ত) মো. রেজাউল করিম, একাডেমিক সুপারভাইজার আয়েশা সিদ্দিকা, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আহবায়ক মো. বশির আহমেদ, সমিতির সাবেক সভাপতি মো. সোহেল, মজমের হাঁট ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. ফয়জুল আলম, জয়া বালিকা দাখিল মাদ্রাসার সুপার মো. আ. গনি,পক্ষিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিএম লোকমান হোসেন, মানিকা মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. হাফিজউল্যাহ প্রমুখ।

উপজেলার মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা শিক্ষক-শিক্ষিকাদের স্বত:স্ফূর্ত অংশগ্রহণে মানববন্ধন জনাকীর্ণ সমাবেশে পরিনত হয়।

সমাবেশ শেষে মাধ্যমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান-উজ্জামানের দপ্তরে তাঁর মাধ্যমে শিক্ষা উপদেষ্টা বরাবর দাবী সম্বলিত স্মরকলিপি পেশ করেন।