অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


মনপুরায় বাগানে বসে গাঁজা সেবনের সময় দুই যুবক আটক,জরিমানা


মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ২৩শে সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:৪৬

remove_red_eye

২১৬

মনপুরা প্রতিনিধি : ভোলার মনপুরায় বাগানে বসে গাঁজা সেবনের সময় দুই যুবককে আটক করে পুলিশ। সোমবার ভোর সাড়ে ৬ টায় উপজেলার ১নং মনপুরা ইউনিয়নের চৌধুরী বাজার সংলগ্ন বাগান থেকে আটক করা হয়।
পরে দুপুর সাড়ে ১১ টায় মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পাঠান মোঃ সাঈদুজ্জামান মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে আটককৃত মাদকসেবী দুই যুবকের প্রত্যেককে তিন হাজার টাকা করে জরিমানা করেন।
আটককৃত মাদকসেবী দুই যুবক হলেন, উপজেলার ১ নং মনপুরা ইউনিয়নের ঈশ্বরগঞ্জ গ্রামের বাসিন্দা মোঃ মালেকের ছেলে মিরাজ (২৭) ও কলাতলী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মৃত আবদুল খালেকের ছেলে মোঃ বেচু মিয়া।
এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জহিরুল ইসলাম জানান, বাগানে বসে গাঁজা সেবনের সময় দুই মাদকসেবী যুবককে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হয়।