অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


চরফ্যাশনে জামায়াতের সাংস্কৃতিক সন্ধ্যা ও আলোচনা সভা অনুষ্ঠিত


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ২৩শে সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:৪৪

remove_red_eye

২৬৯

চরফ্যাশন প্রতিনিধি  : বাংলাদেশ জামায়াতে ইসলামী চরফ্যাশন উপজেলা শাখার  উদ্যোগে সিরাতুন্নবী (সা:) উপলক্ষে ২৩ সেপ্টেম্বর সোমবার বিকেলে চরফ্যাশন ফ্যাসন স্কয়ারে আলোচনা সভা ও রাতে সাংস্কৃতিক সন্ধ্যায় অনুষ্ঠিত হয়।
জামায়াতের চরফ্যাশন উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা আবুল কাসেম এর পরিচালনায়  চরফ্যাশন উপজেলা আমির অধ্যক্ষ মীর মোহাম্মদ শরীফ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন  বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শূরা ও কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগর আমীর অধ্যক্ষ জহির উদ্দিন বাবর।
বিশেষ অতিথি ছিলেন ভোলা জেলা আমীর মাষ্টার মো : জাকির হোসাইন ও জেলা সেক্রেটারি কাজী মাওলানা মোঃ হারুন অর রশিদ।
অন্যদের মধ্য বক্তব্য রাখেন দক্ষিণ আইচা থানা আমীর মাওলানা জহিরুল ইসলাম, দুলার হাট থানা আমীর মাওলানা সিরাজুল ইসলাম, চরফ্যাশন উপজেলা নায়েবে আমীর মাওলানা নজরুল ইসলাম প্রমুখ। রাতে ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যা
সুরকার ও মিডিয়া ব্যক্তি সংগীত শিল্পী এডভোকেট রোকুনুজ্জামান, আলহেরা ও দ্বীপাঞ্চলের শিল্পীরা হামদ ও নাতে রাসূল পরিবেশন করেন। অনুষ্ঠানে জামায়াতের নেতা ও কর্মীসহ বিভিন্ন পেশার হাজার হাজার লোকজন অংশ গ্রহণ করেন।
উপজেলা জামায়াতের পক্ষ থেকে দলীয় নেতা কর্মীসহ জনসাধারণকে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ গ্রহণ করায় অভিনন্দন  জানিয়েছেন।