অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


ডা. সজীব হত্যায় শেখ হাসিনাসহ ৭১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২২শে সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:৩৪

remove_red_eye

১২৬

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর উত্তরার আজমপুরে পুলিশের গুলিতে ডা. সজীব নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৭১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে।

রোববার (২২ সেপ্টেম্বর) ডা. সজীবের বাবা হালিম সরকার বাদী হয়ে ট্রাইব্যুনালে এ অভিযোগ দায়ের করেন।

 

অভিযোগ দাখিলের পর হালিম সরকার সাংবাদিকদের বলেন, আমার ছেলে গাজীপুরের তাহেরুন্নেছা মেডিকেল কলেজ থেকে ২০২০ সালে এমবিবিএস পাস করে। আমার নিরপরাধ ছেলেকে গুলি করে হত্যা করা হয়েছে। আমি জানতে পেরেছি এ ট্রাইব্যুনালে সঠিক বিচার হবে। এজন্য ন্যায়বিচারের আবেদন করেছি। আমি ছেলের হত্যার বিচার চাই।

গত ১৮ জুলাই বিকেলে রাজধানীর উত্তরার আজমপুরে ডা. সজীবকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গুলি করে হত্যা করে বলে অভিযোগ করা হয়েছে।

 





আরও...