অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


চরফ্যাশনে ঘূর্ণিঝড়ে ঘর চাপা পড়ে নারীর মৃত্যু, আহত- ৪


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ২১শে সেপ্টেম্বর ২০২৪ রাত ০৯:৩১

remove_red_eye

২১০

ইসরাফিল নাঈম, শশীভূষণ  : ভোলার চরফ্যাশনে দুলারহাটে আকস্মিক ঘুর্ণিঝড়ে বিধব¯ত্ম ঘরের নিচে চাপা পড়ে ইয়ানুর বেগম (৩২) নামের তিন সšত্মানের জননী এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ৩টায় দুলারহাট থানার নুরাবাদ ইউনিয়নের চর তোফাজ্জল গ্রামের ৩ নম্বর ওয়র্ডে ঘটনা ঘটে।

নিহত ইয়ানুর বেগম পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের বাসিন্দা মোঃ জাফরের স্ত্রী। চরফ্যাশন উপজেলার দুলারহাট থানার চর তোফাজ্জল গ্রামের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত আবদুল অদুদ এর মেয়ে।

নিহতের মা বিবি আয়েশা জানান, পাঁচ দিন আগে তার পিতার মৃত্যুর খবর শুনে তার মেয়ে ইয়ানুর বেগম জামাতাকে নিয়ে বাবার দফন করতে আসেন। শুক্রবার রাতে খাবার খেয়ে নিহত ইয়ানুর ও তার তিন সšত্মানকে নিয়ে ঘুমিয়ে ছিলেন। রাত ৩টার দিকে হঠাৎ আকস্মিক ঝড়ে বসত ঘর ভেঙে যায়।এসময় বিধব¯ত্ম ঘরের নিচে চাপা পড়ে মেয়ে ইয়ানুর ঘটনাস্থলে মারা যায়। ঘরের চাপায় মেয়ে ইয়ানুরের ঘটনাস্থলে মৃত্যু হলেও প্রানে রÍগা পেলেন তিনিসহ তার অপর তিন নাতিন রিপা বেগম(৭) ওমর(৫), সাদিয়া(৩)। তাদের ডাকা চিৎকারের প্রতিবেশীরা ছুটে এসে তাদেরকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন।

নুরাবাদ ইউনিয়নের ইউপি সদস্য মো. সুমন হাওলাদার জানান, খবর পেয়ে সকালে ওই বাড়িতে গিয়েছিলাম। এবং এমন নির্মম ঘটনার বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে।

চরফ্যাশন উপজেলা নির্বাহী অফিসার নওরীন হক জানান, স্থানীয় জনপ্রতিনিধি’র মাধমে নিহতের বিষয়টি নিশ্চিত হয়ে বিষয়টি জেলা প্রশাসককে জানানো হয়েছে।