অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


মনপুরায় পুকুরের ডুবে শিশুর মৃত্যু


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২১শে সেপ্টেম্বর ২০২৪ বিকাল ০৪:২৬

remove_red_eye

২০৩

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার মনপুরা উপজেলায় পুকুরের পানিতে ডুবে মারিয়া আক্তার (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার হাজিরহাট ইউনিয়নের চর ফয়েজউদ্দিন এলাকায় নিজ বাড়ির পাশের পুকুরে এই দুর্ঘটনা ঘটে। মৃত শিশু মারিয়া ওই একই এলাকার মিলন মাঝির মেয়ে।
মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জহিরুল ইসলাম  বলেন, সকালে খেলার ছলে সকলের অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় শিশু মারিয়া। পরে পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পর পুকুরে ভাসতে দেখে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
ওসি আরো বলেন, শিশু মারিয়ার পরিবারের আবেদনের ভিত্তিতে লাশ ময়না তদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্্ুযর মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।