অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


ভোলায় যৌথ অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী আটক


দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ২১শে সেপ্টেম্বর ২০২৪ বিকাল ০৪:২৪

remove_red_eye

২৫৮

          ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার

বাংলার কণ্ঠ প্রতিবেদক:  ভোলায় নৌবাহিনী , বাংলাদেশ কোস্টগার্ড, র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান ও পুলিশের যৌথ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী চাঁন মিয়া ওরফে চান্দু মাঝিকে (৫০) আটক করা হয়েছে।
নৌ বাহিনীর পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুক্রবার দুপুরে  ভোলার দৌলতখান থানাধীন ঘুইঙ্গারহাট এলাকায় ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অভিযান পরিচালনা করা হয়।  এসময় ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী চাঁন মিয়া ওরফে চান্দু মাঝিকে (৫০) তার নিজ বাসা হতে আটক করা হয়। পরবর্তীতে তার বাসা তল্লাশী করে ১৫৫ পিচ ইয়াবা ট্যাবলেট ও ৫শত গ্রাম গাঁজা,নগদ টাকা ৯ হাজার ৫ শতটাকা ,০৪টি মোবাইল ফোন এবং দেশীয় অস্ত্র দাও উদ্ধার করা হয়। চাঁন মিয়া দীর্ঘ দিন যাবৎ ভোলা এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসা ও মাদক চোরাচালান করে আসছে। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে ইতোমধ্যে ভোলা সদর থানা এবং দৌলতখান থানায় একাধিক মাদক মামলা রয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে আটককৃত চাঁন মিয়ার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলার দৌলতখান থানায় হস্তান্তর করা হয়।