অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


চরফ্যাশনে কাভার্ড ভ্যানের চাপায় মোটরসাইকেল আরহী নিহত


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ১৩ই মে ২০২০ রাত ১১:২১

remove_red_eye

৮৪৮

চরফ্যাশন প্রতিনিধি:: ভোলার চরফ্যাশন উপজেলায় মালবাহী পিকআপ ভ্যানের চাপায় মো. আজাদ (২৫) নামে এক মটরসাইসাইকেল আরোহী নিহত হয়েছে। এসময় চালক নাজিম উদ্দিন নোমার গুরুতর আহত হয়েছে। বুধবার(১৩ মে) সকাল ১০ টার দিকে উপজেলার দুলার হাট থানার নুরাবাদ এলাকার মতি মাষ্টার বাড়ির ব্রীজ সংলগ্ন সড়কে এই দূর্ঘটনা ঘটে।

 

নিহত আজাদ উপজেলার দুলার হাট থানার নুরাবাদ ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মো. রফিকের ছেলে ও আহত নাজিম উদ্দি নোমান একই এলাকার ফারুখের ছেলে।। নিহত আজাদ পেশায় একজন রং মিস্ত্রি ছিলেন।

 

স্থানীয়রা জানান, বুধবার সকাল ১০টার দিকে আজাদ ও মিজান দুই বন্ধু মিলে মটরসাইকেল নিয়ে চরফ্যাশনে যাচ্ছিল। তারা চরফ্যাশন টু দুলার হাট সড়কের মতি মাষ্টার বাড়ি সংলগ্ন ব্রীজের কাছে আসলে অপরদিক দিক চরফ্যাশন থেকে আসা মালবাহী একটি পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে গুরুতর আহত হন তারা। স্থানীয়রা তাদের উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার আজাদকে মৃত ঘোষনা করেন। এবং গুরুতর আহত মিজানের অবস্থার অবনতি হওয়ায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

 

দুলার হাট থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. ইকবাল হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, লাশ চরফ্যাশন হাসপাতালে রয়েছে। এ বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত হয়নি। তবে ঘাতক পিকআপটি আটক করা হলেও ঘাতক চালককে আটক করা যায়নি।