অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


সাগর মোহনায় মনপুরার ৪ ট্রলার ডুবি নিখোঁজ ১৫ জেলে উদ্ধার


মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ১৫ই সেপ্টেম্বর ২০২৪ বিকাল ০৫:৪০

remove_red_eye

১৯৭

মনপুরা প্রতিনিধি : বঙ্গোপসাগরে মাছ শিকারে গিয়ে উত্তাল ঢেউয়ের তোড়ে তলা ফেঁটে ভোলার মিনপুরার ৪ জেলে ট্রলার ডুবির ঘটনা ঘটে। শনিবার ভোর রাত ৬ টায় চরনিজামের পূর্ব-দক্ষিণ পাশে সাগর মোহনায় এই ট্রলার ডুবির ঘটনা ঘটে। এই ঘটনায় ১৫ জেলে নিখোঁজ ছিল, পরে ওইদিন দুপুর ৩ টায় নিখোঁজ সকল জেলেদের উদ্ধার করা হয়েছে বলে স্থানীয় সাংবাদিকদের কাছে নিশ্চিত করেন ডুবে যাওয়া ট্রলারের মালিক হান্নান দপ্তরি । ডুবে যাওয়া ট্রলার গুলোর মালিক হলেন, শামিম মাঝির ট্রলার, ইয়াছিন মাঝির ট্রলার, গিয়াস মাঝির ট্রলার ও সামছুদ্দিন মাঝির ট্রলার। এদের সবার বাড়ি উপজেলার ৪ নং দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ের বিভিন্ন গ্রামে।

ডুবে যাওয়া ট্রলারের মাঝিদের সূত্রে জানা যায়, শনিবার ভোর রাতে বঙ্গোপসাগরের মোহনায় মাছ শিকারে গেলে উত্তাল ঢেউয়ের তোড়ে  বোটের তলা ফেঁটে পাশাপাশি থাকা ৪ টি ট্রলার ডুবে যায়। এই সময় ৪ ট্রলারে ১৫ জন জেলে নিখোঁজ ছিল, পরে তাদের মনপুরার অন্য ট্রলার উদ্ধার করে নিয়ে আসে। এই ব্যাপারে মনপুরা কোস্টগার্ডের কন্টিজেন্ট কমান্ডার সাইফুল ইসলাম জানান, আমরা দুই ট্রলার ডুবির ঘটনা শুনেছি। পরে আরও দুইটি ট্রলার ডুবি ঘটনা ঘটতে পারে। সকল নিখোঁজ জেলেদের দুপুর তিনটায় উদ্ধার করা হয়েছে।
এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জহিরুল ইসলাম সাংবাদিকদের জানান, দুপুর ৩ টায় ডুবে যাওয়া সকল জেলেদের উদ্ধার করা হয়েছে।