অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৩ই সেপ্টেম্বর ২০২৪ দুপুর ০২:৪২

remove_red_eye

২৬৬

             জনগনের সেবা দেয়ার জন্যই পুলিশ বাহিনীর সৃষ্টি

মলয় দে :  ভোলায় নবাগত পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা করেছেন।বুধবার সন্ধ্যায় তার  কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুিষ্ঠত হয়।এ সময় পুলিশ সুপার শরীফুল হক বলেন,আমরা বাংলাদেশের জনগণের পুলিশ। জনগনের সেবা দেয়ার জন্যই পুলিশ বাহিনীর সৃষ্টি।পুলিশ বাহিনী ছাড়া রাষ্ট্র চলবে না ।পুলিশ বাহিনীর বিকল্প নেই এটা স্বীকার করতেই হবে।কিন্তু পুলিশ বাহিনী যেন জনগনের প্রত্যাশা অনুযায়ী কাজ করে।এটাই যেন আমাদের অঙ্গীকার হয়।
তিনি আরো বলেন,ভোলার অনেক সমস্যার কথা শুনলাম।আমি চাইবো সমস্যার সাথে সাথে সমাধানের পরার্মশ ও প্রস্তাবনাও আপনাদের কাছে থাকবে।এটা শুধুমাত্র একা পুলিশের দায়িত্ব নয়।এটা নাগরিক হিসেবে সকলের দায়িত্ব।ভালো কিছু হলে এর সুফল যেমন আপনারা ভোগ করবেন তেমনি খারাপ কিছু হলে এর দূর্ভোগ আপনাদেরকেই  পোহাতে হবে।তাই আমি চাইবো আপনারা প্রতিটি ক্ষেত্রে সমস্যাগুলো থেকে উত্তোরনের পরামর্শ ও আপনারা দিবেন।তাহলেই আমরা ও আপনারা মিলে একটি চমৎকার ভোলা তৈরি করতে পারবো। নবাগত পুলিশ সুপার আরো বলেন,অপনারা সচেতন নাগরিক। ভোলার বিভিন্ন্ সমস্যা গুলোর মধ্যে ফিটনেস বিহীন বাস,মাদকদ্রব্য নিয়ন্ত্রন,চাঁদাবাজী,কিশোর গ্যাং,ট্রাফিক নিয়ন্ত্রন সহ বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করবো।
মত বিনিময় সভায় জাতীয় ও স্থানীয় প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা ভোলার বিভিন্ন্ দিক তুলে ধরে আলোচনায় অংশ নেন।   





আরও...