অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


প্রধানমন্ত্রী বিভিন্নভাবে হতদরিদ্র মানুষের সহযোগিতা করে আসছেন: এমপি শাওন 


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৩ই মে ২০২০ বিকাল ০৫:৫৮

remove_red_eye

৬১৩

লালমোহন প্রতিনিধি:: ভোলার লালমোহনে দেড়শ প্রতিবন্ধিদের মাঝে নগদ অর্থ বিতরণ করেছেন ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন। বুধবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে এ অর্থ বিতরণ করা হয়। এছাড়াও লালমোহন ধলীগৌরনগর ইউনিয়নে নিজ অর্থায়নে ৫ শতাধিক হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন এমপি শাওন। এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্নভাবে হতদরিদ্র মানুষের সহযোগিতা করে আসছেন। করোনা ভাইরাসে কর্মহীনদের মাঝে ও প্রতিবন্ধিদেরও এ সহযোগিতা পৌছে দেওয়া হচ্ছে। এমপি শাওন আরো বলেন, সারা পৃথিবী আজ করোনা ভাইরাসে স্থবির হয়ে পড়েছে। বাংলাদেশেও করোনা ভাইরাসের হার বাড়ছে। এক সময় মৃত্যুর মিছিল, লাশের স্তুপ দেখতে হবে আমাদের। তাই আমাদের সচেতনতার কোন বিকল্প নেই। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, যুব লীগ নেতা আরিফুর রহমান আরিফ প্রমূখ।