অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় ফেরিঘাটে যৌথ বাহিনীর অভিযান অনিয়মের অভিযোগে জরিমানা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৫ই সেপ্টেম্বর ২০২৪ বিকাল ০৪:৪৯

remove_red_eye

২০০

বাংলার কন্ঠ প্রতিবেদক : ভোলার ভেদুরিয়া ফেরিঘাটে অনিয়মের অভিযোগে মঙ্গলবার  নির্বাহী ম্যাজিস্ট্রের নেতৃত্বে অভিযান চালায় যৌথ বাহিনী । নৌবাহনী  র ্যাব, , পুলিশ টিম অভিযান পরিচালনা করে।
এ সময় দুটি মামলায় ঘাট ইজারাদারকে ৭ হাজার জরিমানা করা হয়।  
একই সঙ্গে সতর্কতা জারি করে অনিয়ম ও  হয়রানী বন্ধের নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্লাহ।  উপস্থিত ছিলেন,  র ্যাব কমান্ডার,  মোঃ জামাল উদ্দিন,  নৌবাহিনীর  অপারেশন অফিসার।  ফেরির দায়িত্বে থাকা বিআইডব্লিউটিসির ম্যানেজার তানভির হোসেন জানান, বিআইডব্লিউটিএ'র ইজারাদারের টাকা আদায়ের সঙ্গে রশিদের মিল না থাকায় রশিদ বই জব্দ করা হয়। এ কারনে দুটি মামলা করা হয়।  রেব কমান্ডার জানান, ঘাটের দায়িত্বে থাকা ব্যক্তিদের প্রথমবারেরমত সতর্ক করা হয়েছে।  যৌথ বাহিনীর অভিযান অব্যাহত থাকছে বলে জানান নৌবাহিনীর টিম প্রধান।





আরও...