অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


বাংলার কণ্ঠে সংবাদ প্রকাশের পর করোনা আক্রান্ত সেই ব্যক্তি ভোলা হাসপাতালের আইসোলেশন ইউনিটে


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৩ই মে ২০২০ রাত ১২:১৬

remove_red_eye

১২২১

বাংলার কন্ঠ প্রতিবেদক:: বাংলার কণ্ঠে সংবাদ প্রকাশের পর অবশেষে করোনা আক্রান্ত সেই দৌলতখানের ল্যাব সহকারীকে আজ মঙ্গলবার রাতেই তার বাড়ি থেকে এনে সদর  হাসপাতালে করোনা আইসোলেশন ইউনিটে ভর্তি রাখা হয়েছে।

স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্র জানান, ভোলার দৌলতখান স্বাস্থ্য কমপ্লেক্সের ল্যাব এসিসটেন্ট কামরুজ্জামান মজনুর নমুনা পরীক্ষার পর গত ১০ মে তার রির্পোট পজেটিভ আসে। তার পর তাকে ভোলা জেলা শহরের টাউনস্কুল মাঠ সংলঘœ বাসায় হোম আইসোলেশনে থাকতে বলা হয়। পাশাপাশি ওই রাতেই প্রশাসনে পক্ষ থেকে এলাকায় মাইকিং করে তার বাড়ি লকডাউন করা হয়। কিন্তু মজনু লকডাউনের শর্ত ভঙ্গ করে ১১ মে সোমবার থেকে জন সম্মুখে ঘুরে বেড়াচ্ছেন। তিনি সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের দক্ষিণ চরনোয়াবাদ হাওলাদার মার্কেটের তার ঔষধের ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে বিভিন্ন লোকজনের সাথে লেনদেনসহ দেখা সাক্ষাৎ করেছেন।

 

এঘটনায় ওই এলাকার মানুষের মাঝে আতংক ছড়িয়ে পড়ে। এ নিয়ে দৈনিক বাংলার কণ্ঠে একটি সংবাদ প্রকাশ হয়। তার পর তাকে বাসা থেকে সদর হাসপাতালে আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়।

 

ভোলা সিভিল সার্জন রতন কুমার ঢালী জানান, তাকে বাসা থেকে সদর হাসপাতালে আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়। এছাড়া বাইরে ঘুরাঘুরির অভিযোগে ঘটনার সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কাথাও তিনি জানান।