অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


চরফ্যাশনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুবদলের বর্ণাঢ্য র‌্যালি


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ২রা সেপ্টেম্বর ২০২৪ রাত ০৮:০৫

remove_red_eye

২৮৪

ইসরাফিল নাঈম, শশীভূষণ : ভোলার চরফ্যাশনে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা যুবদলের বর্ণাঢ্য র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) বেলা ১১ টায় কেন্দ্রীয় কর্মসূচির আওয়তায় উপজেলা যুবদলের কয়েক হাজার নেতাকর্মীর অংশ গ্রহনে র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে সদর রোডে পথসভায় মিলিত হয়।

এসময় পদসভায় বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের আহবায়ক শহিদুল আলম প্রিন্স, সদস্য সচিব হাজী জাহিদুল ইসলাম রাসেল, সিনিয়র যুগ্ম আহবায়ক মো. আশরাফুল ইসলাম, পৌর যুবদলের আহবায়ক আবুবক্কর সিদ্দিক মিল্টন, সদস্য সচিব রাশেদুল হাসান নয়ন, সিনিয়র যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান আসাদ প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা যুবদল নেতা মো. আবুল কাশেম নয়ন, তোফাজ্জল হোসেন তালুকদার, নজরুল ইসলাম, নাজিম উদ্দিন শিবলু, কামরুল হাসান জুয়েল, জসিম মহাজন, মো. হেলাল হাওলাদার, মো. ইসমাইল, এডভোকেট লিটন, হারুন অর-রশদি, মোশারফ হোসনে লিটন, আজম রিদায়ান উল্লাহ মুজাহিদ, মো.জামাল, ফয়েজ উদ্দিন, মইনুল ইসলাম, সোহেল, সোয়াইব রহমান, আবু সায়েম মালতিয়া, সুজন মাহামুদ, শামীম খান, সাইফুল ইসলাম, নূরনবী ,অহিদুর রহমান বলি , আবুল হাসনাত তুহিন, কাইয়ুম শিকদার, শাহিন আলম, শফিক ফরাজী, ইলিয়াস হোসেন বেল্লাল, মো.জাহিদুল ইসলাম রিজভীসহ উপজেলা যুবদলের কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থকরা অংশ গ্রহন করেন।

পথসভায় বক্তারা বলেন, বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রতাহার করে দ্রুত সময়ের মধ্যে দেশে ফিরিয়ে আনার দাবি জানান।