অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


দৌলতখানে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ১লা সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:০৩

remove_red_eye

২৫৬

দৌলতখান সংবাদদাতা : ভোলার দৌলতখানে উপজেলা বিএনপি দলীয় অফিসে দলের ৪৬ তম  প্রতিষ্ঠাবার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। রবিবার প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচির মধ্যে ছিল উপজেলা বিএনপি দলীয় অফিসে সকাল ৯ টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং  আলোচনা সভা।  জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন উপজেলা  বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফারুক হোসেন তালুকদার, সহ-সভাপতি গোলাম কবির স্বপন,  নিজাম উদ্দিন ভূইয়া, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজিমউদ্দীন হাওলাদার,  যুগ্মসাধারণ সম্পাদক ফখরুল আলম টুপি। পৌর বিএনপির সহ-সভাপতি আবুল বশির মেম্বার,  সাধারণ সম্পাদক ও ভবানীপুর  ইউপির সাবেক চেয়ারম্যান গোলাম আযম পলিন, যুগ্ম সম্পাদক জাকির হোসেন বাবুল সহ দলীয় ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আনন্দে উদ্বেলিত  নেতাকর্মীদের মুহুর মুহুর কর্তালীর মধ্য দিয়ে  পতাকা উত্তোলন করা হয়। পরে  বিএনপি দলীয় অফিসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফারুক হোসেন তালুকদার, সহ-সভাপতি নিজাম উদ্দিন ভূঁইয়া সহ অন্যান্য দলীয় ও অঙ্গ সংগঠনের  নেতৃবৃন্দ। এসময়  বিএনপির সহ-সভাপতি গোলাম কবির স্বপন, সহ-সভাপতি আলাউদ্দিন সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল আলম টপি, উপজেলা বিএনপি ও পৌর বিএনপির দলীয় ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।