অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৩১শে অক্টোবর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


বোরহানউদ্দিনে নবীনবরণ ও দোয়া মাহফিল


বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২৮শে আগস্ট ২০২৪ সন্ধ্যা ০৭:৫৪

remove_red_eye

৯০

বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিনে শতবর্ষী বোরহানউদ্দিন কামিল(এমএ)মাদ্রাসায় আলিম ও ফাজিল প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ, ছবক অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এছাড়া শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানও পরিবেশিত হয়। বুধবার মাদ্রাসা মিলনায়তনে ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,মাদ্রসার অধ্যক্ষ এ,বি আহমদ উল্যাহ আনছারী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলার বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্ব বাটামারা পীর মাও. মুবিবুল্লাহ। আরও বক্তৃতা করেন, বোরহানউদ্দিন কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ এ.এইচ.এম অলিউল্যাহ, মুহাদ্দিস মাও. মো. হাবিবুর রহমান, সহকারী অধ্যাপক মাও. মাকছুদুর রহমান,প্রভাষক মো. শোয়াইবুর রহমান প্রমুখ।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন,বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্ব বাটামারা পীর মাও. মুবিবুল্লাহ।