অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


দৌলতখানে হাফিজ ইব্রাহিমের গণসংযোগে নেতাকর্মীদের আনন্দ ও উচ্ছাস


দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ২৭শে আগস্ট ২০২৪ রাত ০৮:৪১

remove_red_eye

৪৭৪

আবুল খায়ের, দৌলতখান থেকে : ভোলার দৌলতখানে সাবেক এমপি আলহাজ্ব হাফিজ ইব্রাহিম তার নির্বাচনী এলাকার নির্যাতিত ও নিপীড়িত সাধারণ মানুষ ও দলীয়  নেতা কর্মীদের খোঁজ খবর নিতে এলাকা চষে বেড়াচ্ছেন। গত কয়েক দিন যাবৎ বৈরী  আবহাওয়া ও বৃষ্টিপাত উপেক্ষা করে প্রত্যন্তাঞ্চলে  গিয়ে পথসভা ও বিএনপি নেতাকর্মীদের কবর জিয়ারত করে ব্যাস্ত সময় কাটাচ্ছেন তিনি। সাবেক জনপ্রিয় এমপি  আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের ব্যাপক গণসংযোগে এলাকায় নেতাকর্মীদের মাঝে আনন্দ ও উচ্ছ¡াসের আমেজ বিরাজ করছে। রাস্তায় রাস্তায় নেতাকর্মীরা তাকে দেখার অধীর আগ্রহে অপেক্ষা করতে দেখা গেছে। মঙ্গলবার বিকালে দৌলতখান পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সভাপতি মরহুম মাকসুদুর রহমান সিকদার, উপজেলা বিএনপির সহসভাপতি মরহুম আলহাজ্ব মোজাম্মেল হক মিয়া,  বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মরহুম  খন্দকার জসিমউদদীন, মরহুম এ্যাডভোকেট ইউসুফ হোসেন, মরহুম ফারুক মিরা,  বিএনপি নেতা মরহুম আবু সুফিয়ান নাগর মিয়ার কবর জিয়ারত করে দোয়া মোনাজাতে তাদের আত্মার শান্তি ও পরকালের মুক্তি কামনা করেন তিনি। এর আগে সোমবার বৃষ্টি উপেক্ষা করে  উপজেলার বিএনপি বাজার, নুর উদ্দিন মোড়, কাজীর হাট, মুন্সির হাট এলাকায় গিয়ে নির্যাতিত ও বঞ্চিত নেতাকর্মীদের খোঁজ খবর নেন।