অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৩১শে অক্টোবর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


বোরহানউদ্দিনে জন্মাষ্টমী উপলক্ষে র‌্যালি ও বন্যার্তদের জন্য প্রার্থনা


বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২৬শে আগস্ট ২০২৪ রাত ০৮:৪১

remove_red_eye

২০৬

বোরহানউদ্দিন প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিনে যথাযোগ্য মর্যাদায় শ্রী কৃষ্ণের জন্মদিন উপলক্ষে জন্মাষ্টমী, আলোচনা সভা ও বন্যা দূর্গতদের জন্য বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা ১২ টায় উপজেলা কেন্দ্রিয় মন্দির থেকে একটি বর্নাঢ্য র‌্যালি পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ন সড়কসমূহ প্রদক্ষিন করে রবীদ্রপল্লী ভাওয়াল বাড়ি মন্দিরে গিয়ে শেষ হয়।

পরে জন্মাষ্টমী উদ্যাপন কমিটির সভাপতি অধ্যাপক লিটন চন্দ্র রক্ষিতের সভাপতিত্বে শ্রী কৃষ্ণের জীবনী নিয়ে বিশেষ এক আলোচনা ও বন্যা দুর্গতদের জন্য বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রিয় কার্য নির্বাহি কমিটির সদস্য ও ভোলা-২ আসনের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য মো. হাফিজ ইব্রাহিম।
আরও বক্তৃতা করেন, সরকারী আব্দুল জব্বার কলেজের সহকারী অধ্যাপক প্রকাশ চন্দ্র দাস, জন্মাষ্টমী উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক বিল্টু চন্দ্র দাস,উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্ট্রান ঐক্য পরিষদের সম্পাদক রতন দেবনাথ, যুগান্তর প্রতিনিধি নীল রতন, রঘুনাথ দাস প্রমূখ।
এ সময় উপজেলা ও পৌর বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।