অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


বোরহানউদ্দিনে ঐক্যের ডাকে ওলামা সম্মেলন অনুষ্ঠিত


বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২৬শে আগস্ট ২০২৪ রাত ০৮:৩৯

remove_red_eye

২৫০

বোরহানউদ্দিন প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিনে ‘শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা ও ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মানে লক্ষে ওবামা কেরামের ভূমিকা’ শীর্ষক ওলামা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে সভাপতিত্ব করেন, ভোলার বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্ব বাটামারা পীর মো. মুহিবউল্লাহ।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,জাতীয় ওলামা মাশায়েখ পরিষদের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা অধ্যাপক মাওলানা মো. ফজলুল করিম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বোরহানউদ্দিন উপজেলা নির্বাহি অফিসার(ইউএনও)মো. রায়হান-উজ্জামান।
সম্মেলনে আরও বক্তৃতা করেন, বোরহানউদ্দিন কামিল মাদ্রাসার অধ্যক্ষ এবি আহমদ উল্যাহ আনছারী, উপাধ্যক্ষ এ.এইচ.এম অলিউল্যাহ, ভোলা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো. ইসরাফিল, ,ছোট মানিকা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাও. সাইফুল্লাহ,জমিয়তে হিজবুল্লাহ’র জেলা সভাপতি অধ্যক্ষ মো. ফয়জুল আলম, হাকিমুদ্দিন ফাজিল মাদ্রসার অধ্যক্ষ আল আমিন,মাজলিসুল মুফাসিরীন বাংলাদেশের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাও. মো. হাবিবুর রহমান, বোরহানউদ্দিন কামিল মাদ্রসার ফকিহ ড. মোহাম্মদ হাবিবুল্লাহ,  সহকারী অধ্যাপক মাও. মাকছুদুর রহমান, জামায়াতের সাবেক উপজেলা আমির মাও, মো. শফিউল্যাহ, জাতীয় ওলামা মাশায়েখ পরিষদের উপজেলা সভাপতি মাও. আমিনুল ইসলাম, ঈদগাহ মসজিদের ইমাম মাও. মো. জালালউদ্দিন, বাজার মসজিদের খতিব ও হেফাজত নেতা মাও. মো. মিজানুর রহমান, হেফাজত নেতা মাও মোস্তফা প্রমুখ।
সম্মেলনে ইসলামী দলসমুহ সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার  প্রত্যয় ব্যক্ত করেন।
সম্মেলন শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন, বাটামারা পীর মাও. মো. পীর মো. মুহিবউল্লাহ।