অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৩১শে অক্টোবর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


এবার পরিবহন শ্রমিকদের খাদ্য সহায়তা দিলেন এমপি জ্যাকব 


এ আর সোহেব চৌধুরী

প্রকাশিত: ১১ই মে ২০২০ বিকাল ০৪:০৮

remove_red_eye

৬৬১

এআর সোহেব চৌধুরী চরফ্যাশন:: ভোলার চরফ্যাশনে বিভিন্ন শ্রেণীর ৬শতাধিক পরিবহন শ্রমিকদের খাদ্য সহায়তা দিলেন ভোলা-৪ (চরফ্যাশন ও মনপুরা) আসনের সংসদ সদস্য, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব। গতকাল ১১মে সোমবার সকাল ১০টায় চরফ্যাশন কেন্দ্রীয় ঈঁদগাহ মাঠে উপজেলার ৬শতাধিক বাস শ্রমিক, ট্রাক শ্রমিক, ভাড়ায় চালিত মটর সাইকেল, অটো বোরাক, মাইক্রোবাস সহ বিভিন্ন শ্রেণীর পরিবহন শ্রমিকদের খাদ্য সহায়তা দেয়া হয়। এমপি জ্যাকবের উদ্যোগ ও অর্থায়নে “মানুষ মানুষের জন্য” কর্মসূচীর আওতায় করোনা লগডাউনে গত ২৬ মার্চ থেকে প্রায় দেড় মাসাধিক সাড়া দেশে গণপরিবহনসহ অভ্যন্তরীন রুটে লোকাল পরিবহন সমূহ বন্ধ থাকায় কর্মহীন হয়ে শ্রমিকরা মানবেতর জীবন যাপন করছেন। এসকল অসহায় পরিবহন শ্রমিকদের তৃণমূল পর্যায়ে তালিকা করে তাদের মাঝে “মানুষ মানুষের জন্য” কর্মসূচীর আওতায় চাল,ডাল,পেয়াজ, তৈল, আলু, ছোলাবুট, চিনি, চিড়া, মুড়ি, গুড়া দুধসহ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়রম্যান জয়নাল আবেদিন আখন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, পৌর মেয়র শ্রী বাদল কৃষ্ণ দেবনাথ, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এসএম মোর্শেদ। ইতিপূর্বে এমপি জ্যাকব তার নির্বাচনী এলাকায় অসহায় দুস্থ ২০হাজার মানুষকে খাদ্য সহায়তার পাশাপাশি আনসার ভিডিপি ও গ্রাম পুলিশ,ইমাম মুয়াজ্জিনসহ বিভিন্ন পেশাজীবিদের খাদ্য ও আর্থিক সহায়তা দেন। করোনা পরিস্থিতিতে এমপি জ্যাকবের ব্যাতিক্রম কর্মসূচীর মধ্যে সমাজের ভবঘুর মানষিক প্রতিবন্ধি অপ্রকৃতিস্থ ও জীব বৈচিত্র রক্ষায় অভুক্ত কুকুরদের নিয়মিত খাবারের ব্যবস্থা করে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন।