অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


শেখ হাসিনার দূর্নীতি বিরোধী পদক্ষেপ দেশ-বিদেশে প্রশংসিত: জ্যাকব


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২০শে অক্টোবর ২০১৯ রাত ১১:৪৯

remove_red_eye

৯৬০

 

এম আবু সিদ্দিক, চরফ্যাশন : যুব ও ক্রীড়া মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি বলেছেন, জননেত্রী শেখ হাসিনার চলমান দূর্নীতি বিরোধী পদক্ষেপ দেশ-বিদেশে প্রশংসিত। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য সামাজিক বৈষম্য দূর করতে তৃনমূল পর্যায়ে জনগনকে উন্নয়নের সুফলভোগ করতে দূর্নীতি নির্মূল এ্যাকশনে কোন অপরাধী ছাড় পাবেনা।
গতকাল রবিবার দুপুর ১২ টায় ভোলার চরফ্যাশনে আমিনাবাদ ও আবদুল্লাপুর ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সাংগঠনিক কমিটির কাউন্সিল উদ্বোধন অনুস্টানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন, আওয়ামীলীগের সাধারন সম্পাদক নুরুল ইসলাম ভিপি, আওয়ামীলীগ নেতা অধ্যক্ষ কায়ছার আহাম্মেদ দুলাল, মনির আহমেদ শুভ্র, এনায়েত উল্যাহ সবুজ, এস.এম. মোর্শেদ, মাজহারুল ইসলাম ও ইলিয়াছ মাষ্টার প্রমুখ। রবিবার থেকে বৃহস্পতিবার ৫দিনব্যাপী ২১ইউনিয়নের মধ্যে প্রাথমিক পর্যায়ে ১০ ইউনিয়নে সরাসরি ভোটের মাধ্যমে তৃনমূল নেতৃত্ব নির্বাচিত হবে। এরপর নভেম্ব^রের প্রথমার্ধে আরো ১১ ইউনিয়নের কাউন্সিল অনুস্টিত হবে।