অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ১৯শে মার্চ ২০২৪ | ৫ই চৈত্র ১৪৩০


ভোলায় আরো ৯ জনের নমুনা রির্পোট নেগেটিভ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১০ই মে ২০২০ দুপুর ০১:১২

remove_red_eye

৮৪১

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় আরো ৯ জনের নমুনা পরীক্ষার রির্পোট নেগেটিভ এসেছে। এ নিয়ে মোট ৪৩২ জনের নমুনা রির্পোট পাওয়া গেছে। তবে এর মধ্যে ৫ জনের পজেটিভ ও বাকীদের নেগেটিভ । এছাড়া এ রির্পোট লেখা পর্যন্ত মোট ৫৯০ জনের নমুনা পরীক্ষার জন্য বরিশাল ও ঢাকায় প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেন ভোলা স্বাস্থ্য বিভাগ। আজ দুপুরে ভোলা সিভিল সার্জন দপ্তরের কন্ট্রোল থেকে আরো জানানো হয়, গেলো ২৪ গন্টায় নতুন আরো ৩৬ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এ নিয়ে মোট ১৯২২ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হলো। এর মধ্যে মেয়াদ উর্ত্তীণ হয়েছে ১৬১০ জনের। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে রয়েছে ৩১২ জন।