অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


চরফ্যাশনে চাঁদার দাবিতে নির্মাণ শ্রমিককে হত্যা চেষ্টা


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ২১শে আগস্ট ২০২৪ সন্ধ্যা ০৭:৫১

remove_red_eye

২০০

চরফ্যাশন প্রতিনিধি: চাঁদার দাবিতে নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যা চেষ্টা করে একদল সন্ত্রাসী। এমন অভিযোগ করেন ভুক্তভোগী নির্মাণ শ্রমিক মো.ইউসুফ (৪০)। গতকাল বুধবার (২১ আগস্ট) বেলা সাড়ে ১১টায় চরফ্যাশন উপজেলার শশিভূষণ থানার  পশ্চিম এওয়াজপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডে মৃধা বাজারের পূর্ব পাশে ভুক্তভোগীর বাড়ির দরজায় এ হামলার ঘটনা ঘটে। ভুক্তভোগী ইউসুফ অভিযোগ করে বলেন, সরকার পরিবর্তনের পর থেকেই চাঁদার দাবিতে একই এলাকার মতলব মিয়ার ছেলে আকতার হোসেনের নেতৃত্বে একটি সন্ত্রাসী দল দেশিও ধারালো অস্ত্র দা'সেনি ও লোহার রড লাঠিসোঁটা দিয়ে আমাকে  এলোপাতাড়ি কুপিয়ে এবং পিটিয়ে রক্তাক্ত জখম করে। আহত ইউসুফ আরও বলেন,আমি বিএনপিকে সমর্থন করি। কিন্তু ক্ষমতার সুযোগ সন্ধানী সন্ত্রাসীরা আমাকে দাবিকৃত এক লাখ টাকা চাঁদা না দিলে বাড়ি থেকে বের না হওয়ার জন্য চাপ দেয়। চাঁদা দিতে অশিকার করলে আমাকে কুপিয়ে জখম করে। হামলায় আরও জড়িত ছিল শাহাবুদ্দিন,আমজাদ,আরিফসহ আরও বহিরাগত একাধিক ব্যক্তি। আহতের স্ত্রী রিমা (৩৫) বলেন,সন্ত্রাসীরা যাতে কোনো আইনি ব্যবস্থা না নেই সেজন্য একাধিকবার হুমকি দিচ্ছে।