অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


চরফ্যাশনে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ২০শে আগস্ট ২০২৪ রাত ০৯:০৬

remove_red_eye

২৬৯

চরফ্যাশন প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চরফ্যাশন উপজেলা কমিটির আলোচনা সভা ও কেক কাটে দিনটি উদযাপন করেছেন নেতাকর্মীরা।

মঙ্গলবার (২০ আগস্ট) সন্ধ্যায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে উপজেলা বিএনপির কার্যালয়ে কেক কাটা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মীর সায়েদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া,যুগ্ম সাধারণ সম্পাদক গোফরান মহাজন,সাংগঠনিক সম্পাদক কাজী মঞ্জুর হোসেন,পৌর বিএনপির সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সোহেল, উপজেলা যুবদল সভাপতি আশরাফুর রহমান দিপু ফরাজী,প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও যুবদল সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম দুলাল,যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে রাব্বি, যুবদল নেতা খান রাসেল ও পৌর যুবদল নেতা বাধন খানসহ আরও অন্যান্য নেতৃবৃন্দ। উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান নেগাবান ও পৌর স্বেচ্ছাসেবকদলের সভাপতি রিয়াজ উদ্দিন চপলের সঞ্চালনায় বক্তারা বলেন, দেশে আওয়ামী সরকারের আমলে জানৈতিকভাবে সাধারণ জনগণকে নিপিড়ন নির্যাতন করে লুটপাট নৈরাজ্য সৃষ্টি করে লাখো কোটি টাকা বিদেশে পাচার করে বিলাসবহুল জীবন যাপন করছে। আজ দেশের জনগণ বিদেশি ঋণের বোঝা মাথায় নিয়ে বেঁচে আছে। অন্যদিকে দ্রব্যমূল্যের ক্রমাগত চাপে মানুষ হাহাকার করছে। আওয়ামী সরকার প্রধানকে বিচারের মুখোমুখি করতে হবে।
আলোচনা সভা ও কেক কাটা শেষে সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদ ছাত্র-জনতার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়৷