অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


সরকারের ১২’শ ভাতা ভোগীর প্রাপ্ত অর্থ এলাকায় পৌছে দিলেন এমপি শাওন


তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ৯ই মে ২০২০ রাত ১১:১৪

remove_red_eye

৬৯৫

তজুমদ্দিন প্রতিনিধি:: করোনা ভাইরাসের সংক্রমন ঠেকাতে ভোলায় সরকারের বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাসহ বিভিন্ন ভাতা ব্যাংকের বদলে সুবিধা ভোগীর এলাকায় পৌছে দেয়ার ব্যবস্থা করেছে সমাজ সেবা অধিদপ্তর। আজ শনিবার সকালে তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নে ১২শত ভাতা ভোগীর হাতে অনুষ্ঠানিকভাবে বরাদ্দের প্রাপ্ত অর্থ তুলে দেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।

এসময় এমপি শাওন বলেন, বিএনপি সরকার আমলে সাধারণ মানুষের জন্য এসব ভাতার ব্যবস্থা ছিল না। আওয়ামী লীগ সরসকার ক্ষমতায় এসে এসব ভাতা চালু করেছে। আওয়ামী লীগ সরকার সব সময় জনগণের পাছে ছিল। আগামীতেও পাশে থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আশ্রাফুল ইসলাম,  জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ নজরুল ইসলাম, তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন সুমনসহ অন্যান্যরা।