অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


দৌলতখান প্রেস ক্লাবের কমিটি গঠন জাকির সভাপতি মিজান সম্পাদক


দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ১৭ই আগস্ট ২০২৪ রাত ০৯:৫৪

remove_red_eye

৩৯১

 

দৌলতখান প্রতিনিধি : ভোলার দৌলতখান প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক  কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১৭ আগষ্ট)   প্রেস ক্লাবে অনুষ্ঠিত এক সভায় এ কমিটি গঠন করা হয়। সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে সাবেক সিনিয়র সহ-সভাপতি দৈনিক মানবজমিন উপজেলা প্রতিনিধি মো. জাকির আলমকে সভাপতি ও সাবেক যুগ্ন সম্পাদক দৈনিক ইনকিলাব উপজেলা সংবাদদাতা মিজানুর রহমানকে সাধারণ  সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।

 সভায় দৈনিক খবর পত্রের নির্বাহী সম্পাদক মো. আকবর হোসেন কে উপদেষ্টা  মন্ডলীর সদস্য নির্বাচিত করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন এফএনএস প্রতিনিধি এমএ খায়ের সিনিয়র সহ-সভাপতি, দৈনিক স্বদেশ বিচিত্রার প্রতিনিধি আবুহেনা মোঃ রিয়াজ কে সহ-সভাপতি, দৈনিক খবর পত্রের উপজেলা সংবাদদাতা মো. জহিরুল ইসলাম জহির কে যুগ্ম সম্পাদক , এশিয়ান টিভির রোমানুল ইসলাম সোহেব কে সহ-সম্পাদক, দৈনিক স্বদেশ বিচিত্রার স্টাফ রিপোর্টার আবু বকর সিদ্দিক জুলু কে দপ্তর   সম্পাদক,, দৈনিক বরিশাল বার্তার স্টাফ  রিপোর্টার  মো. রাকিব হোসেন কে কোষাধ্যক্ষ, দৈনিক মতবাদ দৌলতখান প্রতিনিধি  মো. লোকমান হোসেন কে সাহিত্য ও ক্রীড়া সম্পাদক নির্বাচিত করা হয়। কার্যকরি কমিটির সদস্য পদে দৈনিক যুগান্তর পত্রিকার  দৌলতখান প্রতিনিধি শম ফারুক, দৈনিক কাল বেলা প্রতিনিধি মো. গজনবী,  দৈনিক আমাদের সময় প্রতিনিধি মনিরুজ্জামান মহিন, দৈনিক পরিবর্তন পত্রিকার সাংবাদিক এমএ তাহের,  দৈনিক ভো্ররে কাগজ প্রতিনিধি মেহেদী হাসান শরীফ, দৈনিক ৭১ সংবাদের মাহবুব মোর্শেদ কুট্রি। সাধারণ সদস্য পদে মো. মামুন হাওলাদার বাংলা টিভি, তানভির মৃর্ধা মাইটিভি, আবদুর রব দৈনিক আজকাল, মো. হাসনাইন চ্যানেল এসকে নিয়ে কমিটি গঠন করা হয়।