অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


মেজর হাফিজ বিএনপির স্থায়ী কমিটির সদস্য হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৬ই আগস্ট ২০২৪ সন্ধ্যা ০৬:০৭

remove_red_eye

১৬৯৭

লালমোহন প্রতিনিধি : বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমকে স্থায়ী কমিটির সদস্য করায় লালমোহনে আনন্দ মিছিল ও সমাবেশ হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলা বিএনপি, পৌরসভা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এই আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। পরে বিএনপি কার্যালয়ে সমবেত হয়ে নেতা-কর্মীরা বিএনপির নতুন স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদকে অভিনন্দন জানান। একই সাথে সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। নেতা-কর্মীরা বলেন, অতীত বিবেচনা এবং আন্দোলনে আওয়ামী সরকারের বিরুদ্ধে সক্রিয় ও সাহসী ভূমিকা রাখার জন্য লালমোহন - তজুমদ্দিন উপজেলার সাবেক ৬বারের এমপি ও সাবেক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদকে মূল্যায়ন করা হয়েছে।