অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


বোরহানউদ্দিনে এ্যাম্বুলেন্সের ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু


বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ১৫ই আগস্ট ২০২৪ রাত ০৯:০৯

remove_red_eye

২৩৪

বোরহানউদ্দি প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিনে এ্যাম্বুলেন্সের ধাক্কায় মো. সিরাজ(৭০) নামের ১ সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার বোরহানগঞ্জ বাজার-গ্যাসফিল্ড সড়কের সংযোগস্থলে ওই দুর্ঘটনা ঘটে।
মৃত  মো. সিরাজ উপজেলার কাচিয়া ইউনিয়নের ১ নাম্বার ওয়ার্ডের মৃত রফিকুল্লাহ মৌলভীর ছেলে।
প্রত্যক্ষদশীরা জানান, একটি এ্যাম্বুলেন্স ভোলা-চরফ্যাশন সড়কে বোরহানউদ্দিন সদরের দিকে যাচ্ছিলো। ওই সময় সাইকেল আরোহী মো. সিরাজ গ্যাসফিল্ড সড়ক হতে ভোলা-চরফ্যাশন সড়কে উঠার সময় গতিশীল
এ্যাম্বুলেন্সের সাথে সজোরে ধাক্কা খেয়ে রাস্তায় ছিটকে পড়ে।এতে ঘটনাস্থলে সিরাজ মারা যায়। এ ব্যাপারে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. জাব্বারুল ইসলাম জানান,ওই ঘটনার পর এ্যাম্বুলেন্সসহ ড্রাইভার মৃত ব্যক্তির পাশে ছিলেন। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মামলা হয়নি।