অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


মনপুরা প্রেস ক্লাবের কমিটি গঠন সভাপতি অহিদুর রহমান , সম্পাদক সীমান্ত হেলাল


মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ১৫ই আগস্ট ২০২৪ সন্ধ্যা ০৬:২০

remove_red_eye

১৯০

মনপুরা  প্রতিনিধি : ভোলার মনপুরায় প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে মোঃ অহিদুর রহমানকে (দৈনিক আমাদের নতুন সময়) সভাপতি ও সীমান্ত হেলালকে (দৈনিক যায়যায়দিন ও মাইটিভি) সাধারন সম্পাদক নির্বাচিত করা হয়। আগামী ২ বছরের জন্য এই কমিটির অনুমোদন দেয়া হয়।

বুধবার (১৪ আগস্ট) রাত ৮ টায় মনপুরা প্রেস ক্লাব ভবনে কমিটি গঠন উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়।

ক্লাবের সাবেক সহসভাপতি মোঃ শহীদুল ইসলামের সভাপতিত্বে ক্লাবের সকল সদসদের সিদ্ধান্তক্রমে এ কমিটি ঘোষনা করেন মনপুরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ মাহবুবুল আলম শাহীন।

পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষনা করে নতুন কমিটিতে মোঃ শহীদুল ইসলামকে সহসভাপতি, এস. ডি দূর্জয়কে সাংগঠনিক সম্পাদক, মোঃ আল মামুনকে অর্থ বিষয়ক সম্পাদক নির্বাচিত করা হয়। এছাড়াও ক্লাবের কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন, মনপুরা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোঃ আমীর হোসেন হাওলাদার, মোঃ মাহবুবুল আলম শাহীন, মোঃ আলমগীর হোসেন, সাবেক সাধারন সম্পাদক মোঃ সালাহ উদ্দিন ও আবদুল্লাহ জুয়েল।

মনপুরা প্রেস ক্লাবের এই নবগঠিত কমিটিকে উপজেলার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নের্তৃবৃন্দ শুভেচ্ছা জানিয়েছেন।