অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


আন্দোলনে গণহত্যার বিচারের দাবিতে চরফ্যাশনে বিএনপি’র বিক্ষোভ সমাবেশ


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ১৪ই আগস্ট ২০২৪ রাত ০৮:১৫

remove_red_eye

২১২

চরফ্যাশন প্রতিনিধি : দেশজুড়ে ছাত্র-জনতার আন্দোলনে নির্বিচারে গুলি ও জেল-জুলুমের বিচারের দাবিতে দায়িদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিএনপি’র তিন দিনের ঘোষিত কর্মসূচি অংশ হিসেবে চরফ্যাশন উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির  সাধারন সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়ার নেতৃত্বে  উপজেলার বিভিন্ন ইউনিয়নে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ বিক্ষোভ সমাবেশে উপজেলার সর্বস্তরের  বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
বুধবার (১৪ আগষ্ট) উপজেলার শিবা চৌমহনী বাজার, রৌদের হাট বাজার, দুলারহাট থানা সদর ও হাজিরহাট বাজারে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় শিবা চৌমহনী বাজারে বিক্ষোভ সমাবেশে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে উপজেলা জিয়া পরিষদের সাধারন সম্পাদক হাবিব হাওলাদার, আব্দুল্লাহপুর ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সাধারন সম্পাদক খালেক পাটোয়ারী ও আব্দুল্লাহপুর ইউনিয়ন বিএনপি’র সহ সভাপতি ইউসুফকে দল থেকে বহিস্কার করেন উপজেলা বিএনপি।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’ন সাধারন সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া। তিনি বলেন, ছাত্র জনতার গণ বিপ্লবে  হাজারো শহীদের রক্তের বিনিময়ে দ্বিতীয়বারের মতো বাংলাদেশ স্বাধীন হয়েছে। ফ্যাসিস্ট সরকারের পতনের পর দেশে সুষ্ঠু ধারার রাজনীতি ফিরে এসেছে।
তিনি তারা আরো বলেন, আওয়ামী সরকারের আমলে বিএনপি’র যেসব কর্মী বিনা কারণে মামলার সাজাপ্রাপ্ত হয়েছেন তাদের দ্রুত মুক্তি দিতে হবে। পাশাপাশি গণ অভ্যুত্থানে গণ হত্যায় ছাত্র জনতা নিহতের ঘঠনায় জড়িতদের বিচারের আওতায় এনে সর্বচ্চ শাস্তি সাইট হবে। এছাড়াও দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর কোনো হামলা ভাঙচুর না হয় সেদিকে সকলকে সচেতন থাকার আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি আমিরুল ইসলাম মিন্টিজ, উপজেলা যুবদল সভাপতি আশরাফুর রহমান দিপু ফরাজী,প্রেসক্লাব সম্পাদক ও যুবদল সম্পাদক শহীদুল ইসলাম দুলাল,স্বেচ্ছাসেবকদল সভাপতি মীর সায়েদ যুবদল যুগ্ম সম্পাদক ফজলে রাব্বি ও পৌর যুবদল নেতা বাধন খানসহ অন্যান্য নেতৃবৃন্দ।