অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২১শে এপ্রিল ২০২৫ | ৭ই বৈশাখ ১৪৩২


শেখ হাসিনার বিচারের দাবিতে ভোলাসহ বিভিন্ন জেলায় বিএনপির বিক্ষোভ


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৪ই আগস্ট ২০২৪ সন্ধ্যা ০৭:৩৮

remove_red_eye

১৯৩

কোটা আন্দোলনে ছাত্র-জনতার ওপর গুলি চালানোয় নিহত হয়েছেন কয়েকশ মানুষ। এসব হত্যাকাণ্ডে মদদদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার সহযোগীদের বিচারের দাবিতে বুধবার (১৪ আগস্ট) বিভিন্ন জেলায় অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। নিজস্ব প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো খবর।

ভোলা

ভোলায় গণহত্যার অভিযোগে শেখ হাসিনার বিচারের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপি ও তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এদিন জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে নেতাকর্মীরা পৃথক পৃথকভাবে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। বক্তব্য রাখেন, ভোলা জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর, যুগ্ম আহ্বায়ক শফিউর রহমান কিরণ, সদস্য সচিব রায়সুল আলম, সদস্য পিযুষ কুমার হাওলাদার প্রমুখ।

 

গাইবান্ধা

দলীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হয়। অবস্থান কর্মসূচি শেষে জেলা যুবদলের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল দলীয় কার্যালয়ের সামন থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়

জেলা যুবদলের সভাপতি রাগিব হাসান চৌধুরীর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইউনুস আলীর দুখুর সঞ্চালনায় বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল, জেলা বিএনপির সহ-সভাপতি শহিদুজ্জামান শহীদ, মোর্শেদ হাবীব সোহেল, আব্দুল আউয়াল আরজু, যুগ্ম সম্পাদক ইলিয়াস হোসেন, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন বাবু, অ্যাড. মঞ্জুর মোর্শেদ বাবু, আনিছুর রহমান নাদিম, জেলা ছাত্রদল সভাপতি খন্দকার জাকারিয়া আলম জিম, সদর থানার যুবদলের সদস্য সচিব আল আমিন, ইমাম হাসান আলাল, ওয়ালিদ শাকিল, রুহুল আমিন তমাল প্রমুখ।

শেরপুর

দুপুরে শহরের রঘুনাথ বাজারস্থ জেলা বিএনপির কার্যালয় সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে জেলা বিএনপির কার্যালয়ে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হযরত আলী বক্তব্য রাখেন। এসময় এস এম শহিদুল ইসলাম, শফিকুল ইসলাম মাসুদ, আবু রায়হান রূপন, মো. সাইফুল ইসলাম, আতাহারুল ইসলাম আতা, অ্যাডভোকেট আলমগীর কিবরিয়া কামরুল, আমিনুল ইসলাম শিপন, শফিকুল ইসলাম গোল্ডেন, মফিজুল মোল্লা, জাকারিয়া বাদলসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জয়পুরহাট

দুপুরে শহরের জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল শহর ঘুরে আবার সেখানে গিয়ে শেষ হয়। পরে নেতাকর্মীরা বিএনপির কার্যালয়ে অবস্থান নেন। এসময় বক্তব্য রাখেন, বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, জেলা যুবদলের সদস্য সচিব মোক্তাদুল হক আদনান প্রমুখ। এসময় বক্তারা বলেন, দ্রুত সময়ের মধ্যে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার কার্যকর করা হোক।

চুয়াডাঙ্গা

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বেলা ১১টা থেকে চুয়াডাঙ্গা শহরের শহীদ হাসান চত্বরে জেলা বিএনপির সদস্য সচিব শরীফুজ্জামান শরীফের নেতৃত্বে অবস্থান কর্মসূচি পালন হয়। তিনি বলেন, শেখ হাসিনার পতন হয়েছে। বাংলাদেশ দ্বিতীয় স্বাধীনতা পেয়েছে। অথচ শেখ হাসিনা পালিয়েও ষড়যন্ত্র করছেন। তাই ১৫ আগস্ট আওয়ামী লীগ অরাজকতা করে দেশকে অস্থিতিশীল পরিস্থিতিতে ফেলতে চাচ্ছে। কিন্তু আমরা সেটা হতে দেবো না।

ঝালকাঠি

বিডিআর বিদ্রোহে সেনা কর্মকর্তাদের খুন, হেফাজতের আলমদের হত্যা, সাংবাদিক সাগর-রুনি হত্যা ও নিরপরাধ ছাত্র-জনতাকে হত্যার অভিযোগে শেখ হাসিনার বিচারের দাবিতে ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও যুবদল।

অপরদিকে, আইনজীবী সমিতির সামনে থেকে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ও যুবদলের মিছিলটি শহরের আমতলা সড়কের দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। এসময় বক্তারা বলেন, শেখ হাসিনা ও তার দোসররা বাংলাদেশ লুটেপুটে খেয়ে শেষ করে দিয়েছে। তাদের হাত ছাত্র-জনতার রক্তে রঞ্জিত। তারা এ দেশের মানুষের কাছে এখন খুনি হিসবে পরিচিত। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করতে হবে।

ফেনী

একই দাবিতে ফেনীতে অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি। শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার ও সাধারণ সম্পাদক আলাল উদ্দিন আলালের নেতৃত্বে অবস্থান কর্মসূচি পালন করা হয়। এ সময় বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শেখ হাসিনার বিচার দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। এছাড়া মোটরসাইকেলে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন বিএনপি নেতাকর্মীরা।

কর্মসূচিতে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এয়াকুব নবী, গাজী হাবিবুল্লাহ মানিক, আনোয়ার হোসেন পাটোয়ারী, জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন জসিম, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খন্দকার, ছাত্রদল সভাপতি সালাহ উদ্দিন মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।

রাজশাহী

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে এ জেলায় দুদিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু হয়েছে। গণহত্যার অভিযোগে শেখ হাসিনার বিচারের দাবিতে এই কর্মসূচি শুরু হয়। বুধবার দুপুরে নগরীর ভুবনমোহন পার্কে কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন দলটির জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত।

বক্তারা বলেন, ছাত্র-জনতার ওপর হামলা চালিয়ে শিক্ষার্থীসহ শত শত আন্দোলনকারীকে হত্যা করেছেন শেখ হাসিনা। শেষ রক্ষা না হওয়ায় প্রাণ বাঁচাতে পালিয়ে গেছেন ভারতে। কিন্তু ভারতেও তাকে এবং তার দোসরদের থাকতে দেওয়া হবে না।

নড়াইল

দুপুরে শহরের পুরাতন বাস টার্মিনাল থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে যুবদল। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে এসে শেষ হয়। এরপর জেলা যুবদলের সভাপতি মশিউর রহমানের সভাপতিত্বে অবস্থান কর্মসূচি হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম।

এসময় বক্তব্য রাখেন জেলা সহ-সভাপতি আসাদুজ্জামান জামান, যুগ্ম-সম্পাদক আলী হাসান, বিএনপি নেতা রিয়াজুল ইসলাম টিংকু, মফিজুর রহমান জমাদ্দার, জেলা কৃষক দলের আহ্বায়ক নবীর হোসেন, জেলা শ্রমিক দলের সভাপতি সাইদুজ্জামান আমল, লোহাগাড়া উপজেলা যুবদলের সভাপতি খান মাহমুদ আলম, লোহাগড়া পৌর যুবদলের সভাপতি নজরুল ইসলাম, লোহাগড়া উপজেলা কৃষক দলের সভাপতি আলম মোল্লা, লোহাগড়া শ্রমিক দলের সভাপতি আখতার হোসেন, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার তাইবুল ইসলাম, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সৈয়দ রুবায়াৎ তুরশেদ শিথীল প্রমুখ।

 





ছাত্রদল নেতা জাহিদুল হত্যার  প্রতিবাদে  ভোলায় বিক্ষোভ মিছিল

ছাত্রদল নেতা জাহিদুল হত্যার প্রতিবাদে ভোলায় বিক্ষোভ মিছিল

লালমোহনে ৯টি অবৈধ ট্রলিং বোট জব্দ করেছে কোস্ট গার্ড

লালমোহনে ৯টি অবৈধ ট্রলিং বোট জব্দ করেছে কোস্ট গার্ড

লালমোহনে মাইক্রোবাস স্ট্যান্ডের নামে ভৌতিক ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন

লালমোহনে মাইক্রোবাস স্ট্যান্ডের নামে ভৌতিক ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন

বোরহানউদ্দিনে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও আসামীদের দ্রুত গ্রেফতারের দাবীতে মানববন্ধন বিক্ষোভ

বোরহানউদ্দিনে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও আসামীদের দ্রুত গ্রেফতারের দাবীতে মানববন্ধন বিক্ষোভ

ভোলায় ৩ দফা দাবীতে ছাত্র-জনতার বিক্ষোভ ও গণসমাবেশ

ভোলায় ৩ দফা দাবীতে ছাত্র-জনতার বিক্ষোভ ও গণসমাবেশ

জাতিসংঘকে শান্তিরক্ষী মিশনে বাংলাদেশি নারীদের সংখ্যা বাড়ানোর আহ্বান প্রধান উপদেষ্টার

জাতিসংঘকে শান্তিরক্ষী মিশনে বাংলাদেশি নারীদের সংখ্যা বাড়ানোর আহ্বান প্রধান উপদেষ্টার

মনপুরা লোকালয় থেকে মায়াবি হরিণ উদ্ধার করে সংরক্ষিত বনে অবমুক্ত

মনপুরা লোকালয় থেকে মায়াবি হরিণ উদ্ধার করে সংরক্ষিত বনে অবমুক্ত

মনপুরায় বজ্রপাতে একই কৃষকের চার গরুসহ আট গরুর মৃত্যু

মনপুরায় বজ্রপাতে একই কৃষকের চার গরুসহ আট গরুর মৃত্যু

ভোলায় গ্যাস, মেডিকেল কলেজ ও সেতুর দাবীতে আজ বিক্ষোভ সমাবেশ

ভোলায় গ্যাস, মেডিকেল কলেজ ও সেতুর দাবীতে আজ বিক্ষোভ সমাবেশ

ভোলায় আবাসিক গ্যাস সংযোগসহ ৫ দফা দাবিতে মশাল মিছিল

ভোলায় আবাসিক গ্যাস সংযোগসহ ৫ দফা দাবিতে মশাল মিছিল

আরও...