অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৩১শে অক্টোবর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


চরফ্যাশনে দুই জেলেকে পিটিয়ে জখম


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ৮ই মে ২০২০ রাত ১১:৫০

remove_red_eye

৫৯৯

চরফ্যাশন প্রতিনিধি:: ভোলার চরফ্যাশনের চর কচ্ছপিয়া বৃহস্পতিবার রাতে নৌকা মেরামতের কাজ শেষে বাড়ি ফেরার পথে সবুজ ও মিজান নামের দুই জেলেকে পিটিয়ে গুরতর আহত করে নগদ দুই লাখ টাকা ছিনতাই করে নেয়ার অভিযোগ পাওয়া গেছে কচ্ছপিয়া গ্রামের আলম ডুবাইর ছেলে ফরহাদ, শামিম, মনির, শান্ত, রাজিব ইলিয়াসের বিরুদ্ধে ।  আহতরা চরফ্যাশন হাসপাতালে ভর্তি হয়েছেন। আহত সবুজ অভিযোগ করেন,  সম্প্রতি তারা আলম ডুবাই বাড়িতে পাত্রি দেখেন ওই পাত্রি পচন্দ না হওয়ায় বিয়ে করেনি। এ ঘটনাকে কেন্দ্র আলম ডুবাইর ছেলে ফরহাদের নেতৃত্বে এ হামলা হয়েছে।