অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৩১শে অক্টোবর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


চরফ্যাশনে পাঁচ বস্তা সরকারী চালসহ ইউপি সদস্য কামাল গ্রেপ্তার


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ৮ই মে ২০২০ সন্ধ্যা ০৭:৪০

remove_red_eye

৫২৪

চরফ্যাশন প্রতিনিধি:: ভোলার চরফ্যাশন উপজেলায় ইউপি সদস্য মো. কামাল হোসেনের বসত ঘর থেকে পাঁচ বস্তা ভিজিএফ’র সরকারী চাল উদ্ধার করা হয়েছে। এসময় ইউপি সদস্য মো. কামাল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহম্পতিবার(৭ মে) সাড়ে ৮টার দিকে উপজেলার আহাম্মদপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্যর বসত ঘর থেকে এসব চাল উদ্ধার করা হয়।

চরফ্যাশন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শাহিন মাহমুদের নেতৃত্বে চরফ্যাশন উপজেলা খাদ্য পরিদর্শক মো.আকবর হোসেন ও দুলার হাট থানা পুলিশের সহায়তায় আহাম্মদপুর ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. কামাল হোসেনের বসত ঘরে অভিযান চালিয়ে ৫ বস্তা ভিজিএফ সরকারী চাল উদ্ধার করা হয়।

দুলার হাট থানার ওসি মো. ইকবাল হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, ইউপি সদস্য মো. কামাল হোসেনের বিরুদ্ধে ৫বস্তা ভিজিএফ’র
সরকারী চাল আত্মসাৎ করার অপরাধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের করা হয়েছে। শুক্রবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।