অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৩১শে অক্টোবর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


তারেক রহমানের সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে চরফ্যাশনে বিএনপি'র সমাবেশ


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ১২ই আগস্ট ২০২৪ সন্ধ্যা ০৭:৩৬

remove_red_eye

১২৯

ইসরাফিল নাঈম, শশীভূষণ : বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও দেশে ফিরিয়ে আনার দাবীতে ভোলার চরফ্যাশন উপজেলা বিএনপি'র বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ আগস্ট ) বিকালে উপজেলা বিএনপির কার্যালয় সংলগ্ন সদর রোডে এ সমাবেশে অনুষ্ঠিত হয়।
চরফ্যাশন উপজেলা বিএনপির সহ-সভাপতি সাবেক মেয়র আ.ন.ম আমিরুল ইসলাম মিন্টিজ মিয়ার সভাপতিত্বে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, যুগ্ন সম্পাদক গোফরান মহাজন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সোহেল,যুগ্ম সম্পাদক গোলাম আক্তার মইন, সাংগঠনিক সম্পাদক কাজী মনজুর হোসেন, যুগ্ম সম্পাদক শাহাদাত হোসেন মীর ছায়েদ, যুবদল সভাপতি আশরাফুর রহমান দিপু ফরাজী, শ্রমিক দল সভাপতি মীর আবুল কালাম আজাদ প্রমুখ।
এছাড়াও অন্যন্যাদের মধ্যে বক্তব্য রাখেন, মৎস্যজীবি দল সভাপতি আমজাদ হোসেন সোহাগ খান, কৃষকদল সভাপতি নুরুল ইসলাম, মাদ্রাজ ইউনিয়ন বিএনপি সম্পাদক শাহিন মালতিয়া, ছাত্রদল সভাপতি আলী মুুর্তজা, ইউছুফ আবিদ প্রমুখ।
দুপুর থেকেই উপজেলা বিএনপির নেতাকর্মীরা দলে দলে মিছিল নিয়ে সভাস্থলে উপস্থিত হয়ে সভাস্থলকে জনসমুদ্রে পরিনত করেন।
সমাবেশে বক্তারা বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রতাহার করে দ্রæত সময়ের মধ্যে দেশে ফিরিয়ে আনার দাবি জানান। এছাড়াও সাবেক চরফ্যাশন উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুর রাজ্জাককে হত্যায় জড়িতদের গ্রেপ্তার করে বিচারের দাবি জানানো হয়।