অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


চরফ্যাশনে সড়কের ময়লা-আবর্জনা পরিষ্কার করছে শিক্ষার্থীরা


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ১১ই আগস্ট ২০২৪ সন্ধ্যা ০৭:০৪

remove_red_eye

৩৯৪

ইসরাফিল নাঈম, শশীভূষণ  : ভোলার চরফ্যাশনের বিভিন্ন সড়ক-মহাসড়ক থেকে ময়লা-আবর্জনা পরিষ্কারের কার্যক্রম শুরু করেছেন শিক্ষার্থীরা। রবিবার (১১ আগস্ট) সকাল থেকে সরেজমিন ঘুরে এমন চিত্র দেখা যায়। এছাড়া চরফ্যাশন উপজেলার জাহানপুর ইউনিয়নের জলীল বেপারী বাজারে দীর্ঘ দিনের জমে থাকা ময়লা আবর্জনা পরিস্কার করেছে শিক্ষার্থীরা। তাদের কাজে স্বস্তি প্রকাশ করে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।

সড়কের ময়লা-আবর্জনা অপসারণ করতে আসা জুলহাস, রাজিব সালমানসহ একাধিক শিক্ষার্থী জানান, কোটা সংস্কারসহ এক দফা দাবিতে চরফ্যাশনের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী যেভাবে সড়কে নেমে এসেছিল, তেমনি শিক্ষর্থীরা সড়ক থেকে ময়লা-আবর্জনা অপসারণে সড়কে নেমে এসেছেন। এ সময় শিক্ষার্থীরা ঝাড়ু দিয়ে সড়ক পরিষ্কার করে ময়লা-আবর্জনা বস্তায় ভরে নির্দিষ্ট ডাম্পিং এরিয়ায় নিয়ে যান।

এলাকাবাসী জানিয়েছেন, শিক্ষার্থীরা সড়ক থেকে ময়লা-আবর্জনা অপসারণের পাশাপাশি শিক্ষার্থীদের সড়কের যানজট নিরসনের কাজও করতে দেখেছি। এ দৃশ্য সত্যিই অনেক সুন্দর।