অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


মনপুরায় ঈমাম-মুয়াজ্জিনদের মাঝে অনুদান বিতরণ


মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ৮ই মে ২০২০ সকাল ১০:০৮

remove_red_eye

৭৬২

মনপুরা প্রতিনিধি:: ভোলার মনপুরা উপজেলার ১৭৬ মসজিদের ঈমাম ও মুয়াজ্জিনদের মাঝে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ভোলা-৪, চরফ্যাসন–মনপুরা আসনের জাতীয় সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপির পক্ষে ১ লক্ষ ছিয়াত্তর হাজার টাকার অনুদান বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলার মারকাজুল উলুম ইসলামিয়া কাওমী মাদ্রাসা ও এতিম খানা মাঠে প্রতেকটি মসজিদের ঈমাম ও মুয়াজ্জিনদের মাঝে ১হাজার টাকা করে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। এমপি জ্যাকবের পক্ষে চেক বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি শেলিনা আকতার চৌধুরী।

এছাড়া একই দিন উপজেলা প্রশাসনের উদ্যোগে করোনা ভাইরাস মোকাবেলায় গরীব অসহায় শ্রমজীবী কর্মহীন ৪৫ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে দুর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের মাধ্যমে কর্মহীন মানুষের মাঝে এই ত্রাণ বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি শেলিনা আকতার চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস, হাজিরহাট ইউপি চেয়ারম্যান শাহরিয়ার চৌধুরী দ্বিপক, মনপুরা ঈমাম সমিতির সভাপতি মাও: মফিজুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইলিয়াছ মিয়া।