অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৩১শে অক্টোবর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


চরফ্যাশনে বৃষ্টি উপেক্ষা করে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন শিক্ষার্থীরা


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ১০ই আগস্ট ২০২৪ সন্ধ্যা ০৬:৩৯

remove_red_eye

১২৩

ইসরাফিল নাঈম, শশীভূষণ : ভোলার চরফ্যাশনে বৃষ্টি উপেক্ষা করে ভোলা-চরফ্যাশন মহাসড়কের যানজট নিরসনে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করেছেন চরফ্যাশনের শিক্ষার্থীরা। এসময় তাদের সাথে একত্রি হয়ে বিভিন্ন সংগঠনের সদস্যদেরকে যানজট নিরসনের কাজ করতে দেখে গেছে।
 
শনিবার (১০ আগস্ট) দিনব্যাপী শতাধিক শিক্ষার্থী একত্রিত হয়ে ভোলা-চরফ্যাশন মহাসড়কসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দলে দলে বিভক্ত হয়ে কাজ করেন তারা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কে অবস্থান নিয়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন শিক্ষার্থীরা। কারো হাতে লাঠি, মুখে বাঁশি। ট্রাফিক পুলিশের মতো ইশারা-ইঙ্গিতের মাধ্যমে গাড়ি চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করছেন তারা। এদিকে রাস্তায় পুলিশ প্রশাসনকে দেখা যায়নি। তবে সতর্কতা অবস্থানে দেখা গেছে নৌবাহিনীদেরকে।
চরফ্যাশন কলেজের ইয়ামিন, অয়ন, রনিসহ একাধিক শিক্ষার্থী জানান, রাস্তায় যে ট্রাফিক পুলিশ নেই, তা বোঝা যাচ্ছে না। আমরা খুব সুন্দরভাবে সড়কের নিয়ন্ত্রণনে নিয়েছি। যতদিন পুলিশ তাদের কাজে না ফিরবেন ততদিন পর্যন্ত আমরা সড়কের শৃঙ্খলা ঠিক রাখতে কাজ করে যাবো।
পথচারীরা বলেন, সাধারণ শিক্ষার্থীরা সড়কের যানজট নিরসনের কাজ করছে এতে আমরা খুবই খুশি। তারা বলেন, নতুন উদ্যোগে নতুন উদ্যমে দেশটি এগিয়ে যাক।