অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


ভোলায় করোনা আক্রান্ত ৪ জনের নমুনা রির্পোট নেগেটিভ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৭ই মে ২০২০ দুপুর ০২:৫৭

remove_red_eye

১৫৫৭

বাংলার কন্ঠ প্রতিবেদক:: ভোলায় করোনা ভাইরাসে আক্রান্ত ৪ জনের নমুনা পরীক্ষার রির্পোট নেগেটিভ এসেছে। ওই ৪ জনের মধ্যে বোরহানউদ্দিন উপজেলার এক কন্যা শিশুর দ্বিতীয় দফায় নমুনা পরীক্ষার পর নেগেটিভ এসেছে। এছাড়া ভোলা সদর উপজেলা বিএভিএস সড়ক এলাকায় বাবা ও মেয়ে এবং ইলিশা বাজার এলাকায় এক পল্লী চিকিৎসকের প্রথম দফায় নমুনা রির্পোট নেগেটিভ এসেছে বলে আজ বৃহস্পতিবার ভোলা সিভিল সার্জন দপ্তরের কন্ট্রোল রুম নিশ্চিত করেন। এছাড়াও মনপুরায় আক্রান্ত এক যুবকের পর পর ২ বার নমুনা রির্পোট নেগেটিভ আসায় তাকে দু’দিন আগে ছাড় পত্র দেয়া হয়েছে।

অন্যদিকে করোনা উপসর্গ নিয়ে ভোলা সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে থাকা চরফ্যাসনের এক এক নারীর নমুনা রির্পোট নেগেটিভ এসছে। তাই তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে।
 
সূূত্র আরো জানান, বুধবার রাতে আরো ৪৩টি নমুনা পরীক্ষা নেগেটিভ এসেছে। এ নিয়ে মোট ৪২৩টির নমুনা রির্পোট পাওয়া গেছে। এর মধ্যে শুধু মাত্র ৫টি করোনা ভাইরাস আক্রান্তের পজেটিভ রির্পোট আসে। বাকী সকল নমুনা রির্পোট নেগেটিভ এসেছে। ভোলা থেকে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার জন্য বরিশাল ও ঢাকায় পাঠানো হয় ৪৯৯টি।

এদিকে গত ২৪ ঘন্টায় আরো ২২ জন কে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এ নিরেয় মোট ১৮৬৮ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হলো। এর মধ্যে ১২৩৫ জনের মেয়াদ উর্ত্তীন হয়েছে। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে রয়েছে ৬৩৩ জন।