অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


মৎস্য সপ্তাহ উপলক্ষে দৌলতখানের মেঘনা নদীতে নৌ-র‌্যালী


দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ৩১শে জুলাই ২০২৪ রাত ০৯:০০

remove_red_eye

২৩৬

বাংলার কণ্ঠ প্রতিবেদক : জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ভোলার মেঘনায় নৌ-র‌্যালী করেছে দৌলতখান উপজেলা মৎস্য বিভাগ।
বুধবার সকাল ১১ টায় দৌলতখান লঞ্চঘাট থেকে র‌্যালী বের হয়। ‘ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এ শ্লোগান নিয়ে বিপুল সংখ্যক জেলে নৌকা ট্রলার র‌্যালীতে অংশ নেয়। র‌্যালীটি মেঘনার চৌকিঘাটা মাছ ঘাটে গিয়ে শেষ। সেখান থেকে স্থল পথে র‌্যালী করে উপজেলা উপজেলা পরিষদ চত্বরে গিয়ে র‌্যালী শেষ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। র‌্যালীতে উপজেলা নির্বাহী অফিসার পাঠানা মো. সাইদুজ্জামান, উপজেলা চেয়ারম্যান মনজুর আলম, পৌর মেয়র জাকির হোসেন তালুকদার সহ সকরকারি কর্মকর্তা, জেলে সমিতির নেতৃবৃন্দ সহ বিভিন্ন পেশাজীবীরা অংশ নেয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।