অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৩১শে অক্টোবর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


চরফ্যাশনের চর-কলমি ইউনিয়ন ছাত্রলীগের কমিটি গঠন


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ২৯শে জুলাই ২০২৪ সন্ধ্যা ০৭:৪৮

remove_red_eye

১৩২

              সভাপতি রোমান, সম্পাদক শাহিন

ইসরাফিল নাঈম, শশীভূষণ : ভোলার চরফ্যাশন উপজেলা ৮ নং চর-কলমি ইউনিয়ন ছাত্রলীগের পূর্বের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে মো. রোমান হাওলাদার'কে সভাপতি ও মো. শাহিন লাঠিয়াল আদর'কে সাধারণ সম্পাদক ঘোষণা করে অনুমোদন দিয়েছে শশীভূষণ থানা ছাত্রলীগ।

গত শুক্রবার (২৬ জুলাই) দুপুরে শশীভূষণ থানা ছাত্রলীগ সভাপতি তারেক পন্ডিত ও সাধারণ সম্পাদক মাহফুজ হাওলাদার স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এক বছরের জন্য এই কমিটি অনুমোদন দেয়।

কমিটির অন্যান্যরা হলেন, মো. মেহেদী হাসান সহ-সভাপতি, মো. হাসান মৃধা সাংগঠনিক সম্পাদক, মো. আসাদুল ইসলাম, মো. পাভেল মাল।দ

সভাপতি রোমান হাওলাদার ও সম্পাদক শাহিন লাঠিয়াল বলেন, দক্ষিণবঙ্গের বৃহৎ ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের চর-কলমি ইউনিয়ন শাখার সভাপতি ও সম্পাদক নির্বাচিত করায় শশীভূষণ থানা ছাত্রলীগের সভাপতি-সম্পাদকসহ ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি । আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে লালন করে নিষ্ঠার সাথে ছাত্রলীগের নীতি-নৈতিকতা মেনে চলব।

এদিকে নয়া কমিটির সভাপতি ও সম্পাদককে অভিনন্দন জানিয়েছেন আওয়ামীলীগের বিভিন্ন সহযোগী সংগঠন। অর্পিত দায়িত্ব যথাযথ ভাবে পালনের করবেন এমন প্রত্যাশা ও করেন তারা।

উল্লেখ্য, আগামী ১০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করে শশীভূষণ থানা ছাত্রলীগের দপ্তর সেলে জমা দেওয়ার নির্দেশ দেয়া হয়েছে।